গ্লোবাল ইসলামী ব্যাংকও একীভূত হতে রাজি

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১৩

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের পর এবার সংকটে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত হতে রাজি হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন।

বিজ্ঞাপন

নূরুল আমিন বলেন, বৈঠকে বাংলাদেশ ব্যাংকে আমাদের সুবিধা-অসুবিধা জানিয়েছি। গ্লোবাল ইসলামী ব্যাংক নিজেদের মতো করে কার্যক্রম চালিয়ে নিতে কী সাহায্য লাগবে সেটাও বলেছি। এককভাবে এতো নেগেটিভ থেকে বের হয়ে আসা কঠিন হবে। যদি সম্ভব না হয় তাহলে একটা প্রতিষ্ঠান কেনো সেই ঝুঁকি নেবে। তাই বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে আমরা একমত। এ সিদ্ধান্তের ফলে আমানতকারী ও চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হবে না।

তিনি জানান, এস আলম গ্রুপ ব্যাংকটি থেকে ১৪ হাজার কোটি টাকা ঋণের মধ্যে ১২ হাজার কোটি টাকা হাতিয়েছেন। এসব টাকা আদায় না হওয়ায় খেলাপি হয়ে গেছে।

দুর্দশাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে একটি করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাই শেষবারের মতো ব্যাংকগুলোর প্রতিনিধির সঙ্গে বসছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার থেকে শুনানির কথা থাকলেও গভর্নরের অসুস্থতার কারণ তা পিছিয়ে মঙ্গলবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মধ্যে দিয়ে শুরু হয়। বুধবার ইউনিয়ন ও এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হওয়ার পক্ষে মত দিলে সময় চেয়েছে এক্সিম ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানা, পাঁচটি ব্যাংকের সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার মিলে সিদ্ধান্ত নিবে ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি হবে। ব্যাংকগুলোর শুনানির ভোক্তব্য এবং বর্তমান আর্থিক চিত্র সরকারের কাছে তুলে ধরবে বাংলাদেশ ব্যাংক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত