আয়কর আইনের ইংরেজি গেজেট নোটিফিকেশন প্রকাশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৩: ৫৯
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৪: ০০

বিদেশি বিনিয়োগকারী ও করদাতাদের সুবিধার্থে আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার তা গেজেট আকারে প্রকাশ করা হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ বাতিল করে ২০২৩ সালে বাংলায় আয়কর আইন প্রণীত হয়। এরপর থেকেই আইনটির ‘অথেনটিক ইংলিশ টেক্সট’ প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন বিদেশি বিনিয়োগকারীরা।

বিজ্ঞাপন

আয়কর আইনের ইংরেজি না থাকায় বিদেশি বিনিয়োগকারীরা আইনের সঠিক ব্যাখ্যা ও অনুশীলনের বিষয়ে সংশয়ের মধ্যে থাকতেন এবং বিভিন্ন আইনি জটিলতার সম্মুখীন হতেন।

আয়কর আইনের ইংরেজি টেক্স সরকারী গেজেটে প্রকাশ হবার ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীগণ আয়কর আইন সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা পাবেন বিধায় করদাতাগণের আস্থা অধিকতর বৃদ্ধি পাবে এবং আইন প্রয়োগের ক্ষেত্রে দ্ব্যর্থবোধকতা দূর করে স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করা সম্ভব হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত