প্রতিষ্ঠার ৯ মাসের মাথায় আয়কর ফাঁকির ২০০ কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। সমাজে যেসব প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ি প্রতিষ্ঠান বা গোষ্ঠী আয়কর ফাঁকি দিয়ে আসছিল তাদের আয়কর নথি যাচাই ও তদন্ত কাজ পরিচালনা করে এ অর্থ আদায় করছে তদন্ত ইউনিট। সংশ্লিষ্ট সূত্রে এ
ঢাকা শহরে ফ্ল্যাট-বাড়ি থাকা সত্ত্বেও অবৈধভাবে রাজউকের পূর্বাচলে পৃথক তিনটি প্লট বরাদ্দ নেয় রেহানা-ববি ও আজমিনা। এই তিন জনের জব্দ করা আয়কর নথিতে প্রমাণ মেলিছে তাদের নামে রাজধানীতে ফ্ল্যাট-বাড়ি থাকা সত্ত্বেও রাজউকের প্লট বরাদ্দ নিতে গিয়ে হলফনামা দিয়ে সেটি গোপন করেছেন।
অর্থের বিনিময়ে করদাতার নথি হস্তান্তর করার দায়ে এক সহকারী কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি হলেন-জান্নাতুল ফেরদৌস মিতু। কর অঞ্চল-৫ (ঢাকা) এ কর্মরত ছিলেন।