আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৫৪৯৪টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার
১৫৪৯৪টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে এনবিআর

২০২৩-২৪ কর বর্ষে জমা দেওয়া আয়কর রিটার্ন থেকে ১৫ হাজার ৪৯৪ টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রত্যেক সার্কেলে জমা দেওয়া রিটার্নের ০.৫ শতাংশ এ অডিটের জন্য নির্বাচন করা হয়। আর এক্ষেত্রে র‌্যানডম সিলেকশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার এনবিআরের জন সংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হেয়েছে, একই করদাতার আয়কর রিটার্ন যাতে বার বার অডিটের জন্য নির্বাচিত না হয় সে লক্ষ্যে পূর্ববর্তী ২ বছরে যে সকল করদাতার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছিল সে সকল করদাতার আয়কর রিটার্ন র‌্যান্ডম সিলেকশন হতে বাদ দেয়া হয়েছে।

অডিট নির্বাচন নিয়ে যাতে কোনো করদাতা হয়রানির শিকার না হন সেজন্য অডিট কার্যক্রম বন্ধ ছিল। অবশেষে র‌্যান্ডম পদ্ধতিতে জমা দেওয়া আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করলো এনবিআর।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, র‌্যান্ডম সিলেকশন পদ্ধতিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা গেলেও কাঙ্ক্ষিত ফলাফলের বিষয়ে কিছুটা অনিশ্চয়তা থেকে যায়। তাই যত দ্রুত সম্ভব জাতীয় রাজস্ব বোর্ড অফলাইনে দাখিলকৃত সকল পেপার রিটার্নের পূর্ণাঙ্গ তথ্য ডাটাবেজে এন্ট্রি সম্পন্ন করে রিস্ক বেইসড অডিট সিলেকশনের মাধ্যমে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিটের জন্য আয়কর রিটার্ন নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ। এ জন্য কার্যক্রম চলমান রয়েছে।

এ কাজ সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হলে আয়কর রিটার্ন অডিট নির্বাচন প্রক্রিয়ার সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং কার্যকারিতা নিশ্চিত করে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হবে বলে আশা করছে এনবিআর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন