অর্থনৈতিক রিপোর্টার
প্রতিষ্ঠার ৯ মাসের মাথায় আয়কর ফাঁকির ২০০ কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। সমাজে যেসব প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ি প্রতিষ্ঠান বা গোষ্ঠী আয়কর ফাঁকি দিয়ে আসছিল তাদের আয়কর নথি যাচাই ও তদন্ত কাজ পরিচালনা করে এ অর্থ আদায় করছে তদন্ত ইউনিট। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার আবদুর রকিব আমার দেশকে জানান, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত যেসব আয়কর রিটার্ন জমা পড়েছে সেগুলোর মধ্য থেকে ৬ বছরের তথ্য যাচাই করে কর ফাঁকির তথ্য উদঘাটনে আমরা কাজ করছি। ইতোমধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকার কর ফাঁকির তথ্য উদঘাটন করা হয়েছে। এরমধ্যে ২০০ কোটি টাকা আদায় করা হয়েছে। সরকারের আমলা, ব্যবসায়ি, সাংবাদিক, ব্যবসায়ি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকদের কাছ থেকে এসব অর্থ আদায় করা হয়েছে।
তিনি আরো জানান, বর্তমানে আয়কর গোয়েন্দা ইউনিট ২ হাজার ৩০০টির মতো তদন্ত কাজ পরিচালনা করছে।
২০২৪ সালের ডিসেম্বর মাসে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ডাক ভবনে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কার্যক্রম শুরু হয়। চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম এ-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে আয়কর ফাঁকির অর্থ জমা পড়েছিল। এ পর্যন্ত জমা হওয়া অর্থের পরিমাণ ২০১ কোটি ৮২ লাখ টাকা।
তবে জনবল সংকটের মুখে রয়েছে এ ইউনিটটি। অনুমোদিত জনবলের ৫০ শতাংশ দিয়েই এটির কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
প্রতিষ্ঠার ৯ মাসের মাথায় আয়কর ফাঁকির ২০০ কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। সমাজে যেসব প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ি প্রতিষ্ঠান বা গোষ্ঠী আয়কর ফাঁকি দিয়ে আসছিল তাদের আয়কর নথি যাচাই ও তদন্ত কাজ পরিচালনা করে এ অর্থ আদায় করছে তদন্ত ইউনিট। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার আবদুর রকিব আমার দেশকে জানান, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত যেসব আয়কর রিটার্ন জমা পড়েছে সেগুলোর মধ্য থেকে ৬ বছরের তথ্য যাচাই করে কর ফাঁকির তথ্য উদঘাটনে আমরা কাজ করছি। ইতোমধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকার কর ফাঁকির তথ্য উদঘাটন করা হয়েছে। এরমধ্যে ২০০ কোটি টাকা আদায় করা হয়েছে। সরকারের আমলা, ব্যবসায়ি, সাংবাদিক, ব্যবসায়ি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকদের কাছ থেকে এসব অর্থ আদায় করা হয়েছে।
তিনি আরো জানান, বর্তমানে আয়কর গোয়েন্দা ইউনিট ২ হাজার ৩০০টির মতো তদন্ত কাজ পরিচালনা করছে।
২০২৪ সালের ডিসেম্বর মাসে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ডাক ভবনে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কার্যক্রম শুরু হয়। চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম এ-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে আয়কর ফাঁকির অর্থ জমা পড়েছিল। এ পর্যন্ত জমা হওয়া অর্থের পরিমাণ ২০১ কোটি ৮২ লাখ টাকা।
তবে জনবল সংকটের মুখে রয়েছে এ ইউনিটটি। অনুমোদিত জনবলের ৫০ শতাংশ দিয়েই এটির কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামকেও অনুরূপ শাস্তি দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
১ দিন আগেব্যাংক সূত্রে জানা গেছে, অডিট টিমের তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনী শাস্তিমুলক ব্যবস্হার মুখোমুখি করা যায়।
১ দিন আগেবাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সরকারি ক্রয় বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চ-পদস্থ নীতি নির্ধারণী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছে।
২ দিন আগে