আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৯ মাসে ২০০ কোটি টাকা কর ফাঁকি আদায়

অর্থনৈতিক রিপোর্টার
৯ মাসে ২০০ কোটি টাকা কর ফাঁকি আদায়

প্রতিষ্ঠার ৯ মাসের মাথায় আয়কর ফাঁকির ২০০ কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। সমাজে যেসব প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ি প্রতিষ্ঠান বা গোষ্ঠী আয়কর ফাঁকি দিয়ে আসছিল তাদের আয়কর নথি যাচাই ও তদন্ত কাজ পরিচালনা করে এ অর্থ আদায় করছে তদন্ত ইউনিট। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার আবদুর রকিব আমার দেশকে জানান, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত যেসব আয়কর রিটার্ন জমা পড়েছে সেগুলোর মধ্য থেকে ৬ বছরের তথ্য যাচাই করে কর ফাঁকির তথ্য উদঘাটনে আমরা কাজ করছি। ইতোমধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকার কর ফাঁকির তথ্য উদঘাটন করা হয়েছে। এরমধ্যে ২০০ কোটি টাকা আদায় করা হয়েছে। সরকারের আমলা, ব্যবসায়ি, সাংবাদিক, ব্যবসায়ি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকদের কাছ থেকে এসব অর্থ আদায় করা হয়েছে।

তিনি আরো জানান, বর্তমানে আয়কর গোয়েন্দা ইউনিট ২ হাজার ৩০০টির মতো তদন্ত কাজ পরিচালনা করছে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ডাক ভবনে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কার্যক্রম শুরু হয়। চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম এ-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে আয়কর ফাঁকির অর্থ জমা পড়েছিল। এ পর্যন্ত জমা হওয়া অর্থের পরিমাণ ২০১ কোটি ৮২ লাখ টাকা।

তবে জনবল সংকটের মুখে রয়েছে এ ইউনিটটি। অনুমোদিত জনবলের ৫০ শতাংশ দিয়েই এটির কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন