আয়কর গোয়েন্দা ইউনিট

সাত মাসে ১৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি উদঘাটন

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৮: ৩৫

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) কার্যক্রম শুরুর সাত মাসে তদন্ত কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ১ হাজার ৮৭৪ কোটি টাকার কর ফাঁকির ঘটনা উদঘাটন করেছে। ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর তথ্য ও সম্পদ পর্যালোচনা করে কর ফাঁকির এ তথ্য উদঘাটন করা হয়েছে। উদঘাটিত রাজস্ব ফাঁকি হতে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হতে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আয়কর গোয়েন্দা সূত্রে জানা গেছে, বিভিন্ন শ্রেণির করদাতা তথা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১ হাজার ৭৮৮ টি কর ফাঁকি ও অর্থপাচার মামলা তদন্ত করছে। এসব ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা / কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠান ও এর কর্মকর্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সকল পর্যায়ের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান তদন্ত কার্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া এয়ার টিকেট সিন্ডিকেট, পরিবহন ব্যবসায়ী, শেয়ার বাজার, আমদানি ও মজুদকারী, চালান জালিয়াতকারী, জুয়াড়ি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ উপার্জনকারী সহ বিভিন্ন শ্রেণীর ও পেশার করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ইউনিটের মহাপরিচালক আবদুর রাকিব জানান, গত ১ ডিসেম্বর থেকে আয়কর গোয়েন্দা ইউনিটের কার্যক্রম শুরু হয়। নবগঠিত সংস্থা হিসেবে এ ইউনিটের জনবল ও লজিস্টিক জনিত বহুবিধ সীমাবদ্ধতা রয়েছে। তিনি আরও বলেন, কার্যক্রম শুরু থেকে যে পরিমাণ রাজস্ব ফাঁকি উদঘাটন ও ফাঁকিকৃত আয়কর পুনরুদ্ধার করা হয়েছে, প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক স্থায়ী অবকাঠামো ও লজিস্টিক সাপোর্ট পেলে তা আরো বহুগুণ বৃদ্ধি করা সম্ভবপর ছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত