অর্থনৈতিক রিপোর্টার
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান গত আগস্টে একটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে নামিবিয়া যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। তবে এবার তিনি পুনরায় একটি অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে আগামী ১১ অক্টোবর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার এ সফরের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত ৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক আদেশে জানানো হয়, সরকার কর্তৃক অনুমোদনপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান (পাসপোর্ট নম্বর: E00253080) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে ‘ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড অব গভর্নরস-এর বার্ষিক সভা ২০২৫’ এবং অন্যান্য দ্বিপাক্ষিক সভায় অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে ১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠানে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, সফরের পুরো সময়কাল (যাত্রাসহ) তাকে দায়িত্বকাল হিসেবে গণ্য করা হবে। তিনি বাংলাদেশে তার প্রচলিত বেতন ও ভাতা স্থানীয় মুদ্রায় গ্রহণ করবেন। সফরের যাবতীয় ব্যয় বাংলাদেশ ব্যাংকের বাজেট থেকে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বহন করা হবে। তিনি ১১ অক্টোবর বা নিকটতম সুবিধাজনক তারিখে ঢাকা থেকে ওয়াশিংটন ডিসি’র উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ১৯ অক্টোবর বা নিকটতম তারিখে সভা শেষে ঢাকায় ফিরবেন। অনুমোদিত সময়সীমার বাইরে বিদেশে অবস্থান করতে পারবেন না।
জানা গেছে, হাবিবুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। ওই সরকারের সাড়ে ১৫ বছরে নিয়োগ পাওয়া গভর্নর, ডেপুটি গভর্নর এবং সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টদের দাবি, অনুসন্ধান চলাকালে কোনো কর্মকর্তাকে বিদেশ সফরের অনুমতি দেওয়া অনুচিত। কারণ, অতীতে যেসব কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছিল এবং তারা বিদেশ গিয়েছেন, তাদের কেউ কেউ আর দেশে ফেরেননি।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান গত আগস্টে একটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে নামিবিয়া যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। তবে এবার তিনি পুনরায় একটি অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে আগামী ১১ অক্টোবর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার এ সফরের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত ৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক আদেশে জানানো হয়, সরকার কর্তৃক অনুমোদনপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান (পাসপোর্ট নম্বর: E00253080) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে ‘ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড অব গভর্নরস-এর বার্ষিক সভা ২০২৫’ এবং অন্যান্য দ্বিপাক্ষিক সভায় অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে ১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠানে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, সফরের পুরো সময়কাল (যাত্রাসহ) তাকে দায়িত্বকাল হিসেবে গণ্য করা হবে। তিনি বাংলাদেশে তার প্রচলিত বেতন ও ভাতা স্থানীয় মুদ্রায় গ্রহণ করবেন। সফরের যাবতীয় ব্যয় বাংলাদেশ ব্যাংকের বাজেট থেকে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বহন করা হবে। তিনি ১১ অক্টোবর বা নিকটতম সুবিধাজনক তারিখে ঢাকা থেকে ওয়াশিংটন ডিসি’র উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ১৯ অক্টোবর বা নিকটতম তারিখে সভা শেষে ঢাকায় ফিরবেন। অনুমোদিত সময়সীমার বাইরে বিদেশে অবস্থান করতে পারবেন না।
জানা গেছে, হাবিবুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। ওই সরকারের সাড়ে ১৫ বছরে নিয়োগ পাওয়া গভর্নর, ডেপুটি গভর্নর এবং সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টদের দাবি, অনুসন্ধান চলাকালে কোনো কর্মকর্তাকে বিদেশ সফরের অনুমতি দেওয়া অনুচিত। কারণ, অতীতে যেসব কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছিল এবং তারা বিদেশ গিয়েছেন, তাদের কেউ কেউ আর দেশে ফেরেননি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
২ ঘণ্টা আগেফের বড় ধরনের তারল্য সংকটে পড়েছে দেশের শেয়ারবাজার। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৩৫৫ কোটি টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৩ জুন ডিএসইতে সর্বনিম্ন ২৭৬ কোটি টাকা লেনদেন হয়েছিল।
২ ঘণ্টা আগেদাবা বিশ্বকাপে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী মনন রেজা নীড়ের বিশ্বজয়ের যাত্রার অংশীদার হতে পেরে গর্বিত বার্জার পেইন্টস বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
৪ ঘণ্টা আগে