আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গভর্নরকে ব্যবসায়ীদের আশ্বাস

রমজানে খাদ্যপণ্যের দাম সহনীয় থাকবে

অর্থনৈতিক রিপোর্টার
রমজানে খাদ্যপণ্যের দাম সহনীয় থাকবে

আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার আশ্বাস দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য ব্যবসায়ীরা। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠকে তাঁরা এ আশ্বাস দেন। এ সময় গভর্নর ব্যবসায়ীদের বলেন, প্রয়োজনীয় সহায়তা দিয়ে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংক কাজ করবে। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক শীর্ষ ব্যবসায়ী গ্রুপের প্রতিনিধি।

ব্যবসায়ীরা জানান, বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ডলার সরবরাহ, ঋণপত্র বা এলসি ইস্যু, যেসব খাতে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং পণ্যের সরবরাহের বিষয় উঠে এসেছে। একইসঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রেখে রমজানকেন্দ্রিক পণ্যের সরবরাহ কীভাবে ঠিক রাখা যায়, সে বিষয়েও আলাপ হয়।

বিজ্ঞাপন

স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাছির বলেন, দীর্ঘদিন পর ডলারের বাজার স্থিতিশীল ফিরেছে। বর্তমানে ডলারের ঘাটতি নেই। এখন বাংলাদেশ ব্যাংক চাইছে রিজার্ভ ধরে রেখে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে এবং একইসঙ্গে পণ্যের সরবরাহ ঠিক রাখতে। বাজার স্থিতিশীল রাখতে গভর্নর যেকোনো সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমদানি বাড়লেও যেন মূল্যস্ফীতি না বাড়ে। তাই বাজার বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। আমরাও তাঁকে আশ্বস্ত করেছি, রমজানে খাদ্যপণ্যের দাম সহনীয় রাখা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন