আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রূপালী ব্যাংকে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
রূপালী ব্যাংকে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট (সোমবার) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এক ভার্চ্যুয়াল মিটিংয়ের মাধ্যমে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে সারাদেশের শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের সাধারণ ঋণ ও এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মইনউদ্দিন মাসুদ ও স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদসহ সকল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং সারাদেশের সকল জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকগণ সভায় ভার্চ্যুয়ালি অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন