বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাজীপুরে মঙ্গলবারের সমাবেশ সফল করতে কালিয়াকৈর উপজেলার বলিয়াদী জমিদারবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার।
সভায় প্রধান বক্তা ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম সিকদার।
উপজেলা বিএনপির সদস্যসচিব এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, জেলা বিএনপির সদস্যসচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় গাজীপুরের সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে হবে। তারা সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

