আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জমকালো সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ীরা

স্পোর্টস রিপোর্টার

জমকালো সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ীরা

টানা দুইবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর এবার ফুটসালেও ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। প্রথমবারের মতো আয়োজিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে তারা। গত রবিবার রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

সাত দলের সাফ ফুটসালে এমন অর্জনের পর দেশে ফিরে জমকালো সংবর্ধনাই পাচ্ছেন সাবিনা, কৃষ্ণা, সুমাইয়ারা। সাফ জয় করে আগামী ২৯ জানুয়ারি দেশে ফিরবে নারী ফুটসাল দল। দক্ষিণ এশিয়ান টুর্নামেন্টে আরেকটি সেরার মুকুট অর্জন করায় নারী দলকে তাদের চাওয়া মতোই বরণ করে নিদে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞাপন

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম আমার দেশকে বলেন, ‘আমরা একটা পরিকল্পনা করছি। তাদেরকে বলা হয়েছে, তারা কীভাবে চায় (সংবর্ধনা)। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ গত দুটি সাফজয়ী দলকে ছাদখেলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এবারও সেই রকম আয়োজন থাকবে কি না? ফাহাদ করিম বলেন, ‘তারা তো সংখ্যায় এবার কম। তারপরও তাদের যদি এমন চাওয়া থাকে তাহলে আমরা সেভাবেই আয়োজন করব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...