বিপিএলের দ্বাদশ আসরের পর্দা নেমেছে গত শুক্রবার। চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শিরোপাজয়কে স্মরণীয় করে রাখতে দারুণ উদ্যোগ নিয়েছে রাজশাহী ম্যানেজমেন্ট। ছাদখোলা বাসে ট্রফি নিয়ে রাজশাহীতে বিজয় প্যারেড করবেন নাজমুল হোসেন শান্তরা।
চ্যাম্পিয়ন রাজশাহী দল যাচ্ছে নিজ শহরে। আজ সকালেই রাজশাহী পৌঁছানোর কথা শান্তদের। এরপর সারা দিন রাজশাহীতে থাকবেন ক্রিকেটাররা। দলের ১৫ ক্রিকেটারকে সঙ্গ দেবেন কোচিং স্টাফের সদস্যরাও।
ছাদখোলা বাসে করে রাজশাহীর কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরবেন ক্রিকেটাররা। এরপর বিকেল নাগাদ আবার ফিরে আসবেন ঢাকায়। যদিও দলটির সব বিদেশি ক্রিকেটার দল ছাড়ায় শুধু দেশি ক্রিকেটার নিয়েই হবে এই আনন্দযাত্রা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

