শেয়ারবাজারে তালিকাভুক্তিতে আগ্রহী করে তুলতে কোম্পানিগুলোর জন্য কর প্রণোদনা ঘোষণা করা হয়েছে বাজেটে। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধানের পরিমাণ ৫ শতাংশ। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এ হার আড়াই শতাংশ বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। অর্থাৎ শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে অতালিকাভুক্ত কোম্পানির তুলনায় সাড়ে ৭ শতাংশ কম কর প্রদান করবে।
অপরদিকে মার্চেন্ট ব্যাংকের করপোরেট কর হার সাড়ে ৩৭ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২৭ শতাংশ এবং ব্রোকারেজ হাউসগুলোর লেনদেনে উৎসে কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ করা হয়েছে।
রোববার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামী অর্থ বছরের ঘোষিত বাজেটে কর কাঠামোতে এ ধরনের পরিবর্তনের প্রস্তাব করেছেন।

