পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত লাইসেন্স সরকারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কার্যালয়ে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের পক্ষে অতিরিক্ত সচিব আজিমুদ্দিন বিশ্বাস এবং যুগ্ম সচিব শেখ ফরিদের হাতে নতুন ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক বায়েজিদ সরকার।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহাম্মদ এবং লাইসেন্সিং শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় শরীয়াহ ভিত্তিক পরিচালিত এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলিত হয়ে নতুন ব্যাংক গঠন করেছে। নতুন ব্যাংক ৩৫ হাজার কোটি টাকার পরিশোধ মূলধন নিয়ে যাত্রা শুরু করবে, যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা, বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিনিময়ে শেয়ার হিসেবে দেওয়া হবে। এছাড়া সরকারি তহবিল এই ব্যাংকে রাখা হবে। একই সাথে আকর্ষণীয় মুনাফা দিয়ে সাধারণ আমানতকারীদের অর্থ রাখাতে উদ্বুদ্ধ করা হবে। এছাড়া ঋণ আদায়সহ বিভিন্নভাবে তারল্য প্রবাহ বাড়ানো হবে।
জানা গেছে, নতুন ব্যাংকের লাইসেন্স ইস্যুর পর একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিষয়ে চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর একটি স্কিম ঘোষণা করতে পারেন। সেখানে আমানতকারীরা কিভাবে টাকা তুলতে পারবেন তার বিস্তারিত উল্লেখ করা হবে। শুরুতে আমানত বীমা তহবিল থেকে ২ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হবে। বাকি টাকা ধাপে–ধাপে তুলতে পারবেন আমানতকারীরা। কোন উপায়ে টাকা তুলতে পারবেন, কী হারে মুনাফা দেওয়া হবে এই স্কিমে তার বিস্তারিত থাকবে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অফিস হবে রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখায় ইতোমধ্যেই একটি চলতি হিসাব খোলা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব আইয়ুব মিয়া।
গত ৫ নভেম্বর প্রশাসক নিয়োগ এবং ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছিল।
এসআর

