আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএফআইইউর উদ্যোগে ক্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার

বিএফআইইউর উদ্যোগে ক্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে ফাইন্যান্স প্রতিষ্ঠানসমূহের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের অংশগ্রহণে সম্প্রতি ঢাকায় ক্যামেলকো সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বিএফআইইউর ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা একেএম এহসান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নানামুখী সংকটের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতি ও আর্থিক খাতের পুনর্গঠনে সংস্কারমূলক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের ফলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আর্থিক খাতে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সসংহত মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় কেন্দ্রীয় সংস্থা হিসেবে বিএফআইইউ কাজ করে যাচ্ছে।’

সম্প্রতি সময়ে ফাইন্যান্স কোম্পানিসমূহ থেকে নামে-বেনামে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের বিভিন্ন বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ঋণ ও মানিলন্ডারিংয়ের বিষয়ে সতর্কতা এবং ঋণের গ্রাহক নির্বাচন থেকে শুরু করে পরিশোধ পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজরদারির মাধ্যমে তা প্রতিরোধ সচেষ্ট থাকতে হবে।

এছাড়া আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থাপনা পরিষদকে সম্পৃক্ত করে ও মানিলন্ডারিং প্রতিরোধে বিএফআইইউ’র নির্দেশনা পরিপালনে সচেষ্ট হওয়ার জন্য ফাইন্যান্স প্রতিষ্ঠানসমূহের প্রধান নির্বাহী ও মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের আহ্বান জানান।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফআইইউর পরিচালক মো. মোস্তাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) সভাপতি গোলাম সারওয়ার ভূঁইয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন