এক বছর পেছনের তারিখে স্বাক্ষর

কাওসার আলম

প্রতিষ্ঠানের আর্থিক হিসাব বিবরণীর নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার এক বছরের পেছনের তারিখে স্বাক্ষর করার দায়ে ৫০ নিরীক্ষককে জরিমানা করেছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) কাউন্সিল বডি। প্রত্যেক নিরীক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। গত বৃহস্পতিবার এফআরসি কাউন্সিল সভায় জরিমানার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এফআরসি প্রতিষ্ঠার পর নিরীক্ষকদের জরিমানার এ ঘটনা প্রথম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে কাউন্সিলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে জানান, নিয়মানুযায়ী একজন নিরীক্ষক নিরীক্ষা প্রতিবেদন কার্যক্রম শেষ হওয়ার দিনই প্রতিবেদনে স্বাক্ষর করার কথা। কিন্তু এসব নিরীক্ষক এক বছর পেছনের তারিখে গিয়ে স্বাক্ষর করেছেন। এজন্য তাদের জরিমানা করেছে কাউন্সিল।
জরিমানার বিষয়ে কাউন্সিলের ক্ষমতার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জরিমানার পরিমাণ কত হবে, সেটি নির্দিষ্ট করা নেই। তবে কাউন্সিল যেকোনো পরিমাণ অর্থ জরিমানা করার ক্ষমতা রাখে। প্রথমবারের মতো জরিমানার ঘটনা ঘটেছে এবং এটাকে ‘প্রতীকী’ জরিমানা বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এফআরসি কঠোর অবস্থান গ্রহণ করবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে কাউন্সিলের সভায় জরিমানার শিকার হওয়া ৫০ নিরীক্ষকসহ মোট ৯০৪ নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানকে আগামী এক বছরের নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩৬ জন নিরীক্ষক এবং ২৬৮টি নিরীক্ষা ফার্ম রয়েছে। নিরীক্ষা ফার্মগুলোর মধ্যে ২৪৪টি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং ২৪টি কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ফার্ম। অনুমোদন পাওয়া এসব ব্যক্তি ও ফার্মকে নিবন্ধনের সনদ নেওয়ার জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দেবে এফআরসি। নিবন্ধনের সনদ এক বছরের জন্য কার্যকর থাকবে।
জানা গেছে, নিবন্ধনের জন্য নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম মিলিয়ে মোট ৯৯৫টি আবেদন জমা পড়েছিল এফআরসিতে।
জানা গেছে, এক বছর পেছনের তারিখে স্বাক্ষর করে জরিমানার শিকার নিরীক্ষকদের শর্তসাপেক্ষে নিবন্ধন সনদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কাউন্সিল সভায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না, এ বিষয়ে লিখিত মুচলেকা দিতে হবে এসব নিরীক্ষকের। এছাড়া ১৪ দিনের বেশি সময়ের পেছনে গিয়ে স্বাক্ষর করেছে এ ধরনের কয়েকজন নিরীক্ষককেও মুচলেকা দিতে হবে। তবে ১৪ দিনের মধ্যে স্বাক্ষর সম্পন্নকারী অডিটরদের কোন ধরনের মুচলেকা দেওয়ার দরকার হবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যক্রমে অননুমোদিত নিরীক্ষক সম্পৃক্ত থাকার দায়ে ১৫ নিরীক্ষকের বিরুদ্ধে অধিকতর তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব অডিটরের বিরুদ্ধে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র জানায়।
এদিকে ৩৫ জন নিরীক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নেতিবাচক মন্তব্য করা হয়েছে। এসব নিরীক্ষকের বিরুদ্ধে অধিকতর তদন্তের বিষয়ে এফআরসিকে নির্দেশ দিয়েছে কাউন্সিল। সে নির্দেশের আলোকে তাদের বিরুদ্ধে শিগগির তদন্ত কাজ শুরু হবে বলে এফআরসি সূত্র জানায়। এছাড়া পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্তসাপেক্ষে বেশ কয়েকটি নিরীক্ষা ফার্মের অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য এফআরসিকে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে এফআরসিও তাদের তদন্ত কাজ প্রায় সম্পন্ন করেছে। আগামী কাউন্সিল সভায় ওইসব নিরীক্ষা ফার্মের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানের আর্থিক হিসাব বিবরণীর নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার এক বছরের পেছনের তারিখে স্বাক্ষর করার দায়ে ৫০ নিরীক্ষককে জরিমানা করেছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) কাউন্সিল বডি। প্রত্যেক নিরীক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। গত বৃহস্পতিবার এফআরসি কাউন্সিল সভায় জরিমানার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এফআরসি প্রতিষ্ঠার পর নিরীক্ষকদের জরিমানার এ ঘটনা প্রথম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে কাউন্সিলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে জানান, নিয়মানুযায়ী একজন নিরীক্ষক নিরীক্ষা প্রতিবেদন কার্যক্রম শেষ হওয়ার দিনই প্রতিবেদনে স্বাক্ষর করার কথা। কিন্তু এসব নিরীক্ষক এক বছর পেছনের তারিখে গিয়ে স্বাক্ষর করেছেন। এজন্য তাদের জরিমানা করেছে কাউন্সিল।
জরিমানার বিষয়ে কাউন্সিলের ক্ষমতার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জরিমানার পরিমাণ কত হবে, সেটি নির্দিষ্ট করা নেই। তবে কাউন্সিল যেকোনো পরিমাণ অর্থ জরিমানা করার ক্ষমতা রাখে। প্রথমবারের মতো জরিমানার ঘটনা ঘটেছে এবং এটাকে ‘প্রতীকী’ জরিমানা বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এফআরসি কঠোর অবস্থান গ্রহণ করবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে কাউন্সিলের সভায় জরিমানার শিকার হওয়া ৫০ নিরীক্ষকসহ মোট ৯০৪ নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানকে আগামী এক বছরের নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩৬ জন নিরীক্ষক এবং ২৬৮টি নিরীক্ষা ফার্ম রয়েছে। নিরীক্ষা ফার্মগুলোর মধ্যে ২৪৪টি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং ২৪টি কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ফার্ম। অনুমোদন পাওয়া এসব ব্যক্তি ও ফার্মকে নিবন্ধনের সনদ নেওয়ার জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দেবে এফআরসি। নিবন্ধনের সনদ এক বছরের জন্য কার্যকর থাকবে।
জানা গেছে, নিবন্ধনের জন্য নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম মিলিয়ে মোট ৯৯৫টি আবেদন জমা পড়েছিল এফআরসিতে।
জানা গেছে, এক বছর পেছনের তারিখে স্বাক্ষর করে জরিমানার শিকার নিরীক্ষকদের শর্তসাপেক্ষে নিবন্ধন সনদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কাউন্সিল সভায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না, এ বিষয়ে লিখিত মুচলেকা দিতে হবে এসব নিরীক্ষকের। এছাড়া ১৪ দিনের বেশি সময়ের পেছনে গিয়ে স্বাক্ষর করেছে এ ধরনের কয়েকজন নিরীক্ষককেও মুচলেকা দিতে হবে। তবে ১৪ দিনের মধ্যে স্বাক্ষর সম্পন্নকারী অডিটরদের কোন ধরনের মুচলেকা দেওয়ার দরকার হবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যক্রমে অননুমোদিত নিরীক্ষক সম্পৃক্ত থাকার দায়ে ১৫ নিরীক্ষকের বিরুদ্ধে অধিকতর তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব অডিটরের বিরুদ্ধে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র জানায়।
এদিকে ৩৫ জন নিরীক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নেতিবাচক মন্তব্য করা হয়েছে। এসব নিরীক্ষকের বিরুদ্ধে অধিকতর তদন্তের বিষয়ে এফআরসিকে নির্দেশ দিয়েছে কাউন্সিল। সে নির্দেশের আলোকে তাদের বিরুদ্ধে শিগগির তদন্ত কাজ শুরু হবে বলে এফআরসি সূত্র জানায়। এছাড়া পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্তসাপেক্ষে বেশ কয়েকটি নিরীক্ষা ফার্মের অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য এফআরসিকে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে এফআরসিও তাদের তদন্ত কাজ প্রায় সম্পন্ন করেছে। আগামী কাউন্সিল সভায় ওইসব নিরীক্ষা ফার্মের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে বাংলাদেশের জাতীয় মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে পাকিস্তানের হালাল-বিষয়ক সংস্থা পাকিস্তান হালাল অথরিটি (পিএইচএ)। জাতীয় মান প্রণয়নে দুদেশের মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য দিয়ে এ
৩ ঘণ্টা আগে
বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৫৪১ কোটি টাকা লোকসান করেছে। যেখানে গত বছরের একই সময় ব্যাংকটি ৫৪ কোটি টাকা মুনাফা করেছিল। সব মিলিয়ে বছরের প্রথম ৯ মাসে ব্যাংকের লোকসান দাঁড়িয়েছে ৬৭৭ কোটি টাকা। মূলত সুদ বাবদ ব্যয় বৃদ্ধির ফলে ব্যাংকটি বড় লোকসানে পড়েছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ চীনের জিংজিয়াং আন্তর্জাতিক বন্দর থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের শিল্পখাতের টেকসই উন্নয়নে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির আলোকে কারখানার উৎপাদন প্রক্রিয়া, কর্মক্ষেত্রসহ সর্বত্র পরিবেশবান্ধব সবুজ উন্নয়ন নীতি অনুসরণ করছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
৭ ঘণ্টা আগে