হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ২১: ৪০

সারাদেশে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করেছে সরকার।
রোববার কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৬ (খ) ধারাতে প্রদত্ত ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন হিমাগারে আলু সংরক্ষণের নিমিত্ত কেজি প্রতি সর্বোচ্চ ৬. ৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হলো।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com