আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন মজুরি হার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে

সরকারি কাজে শ্রমিকের দৈনিক মজুরি বাড়ল ২০০ টাকা

অর্থনৈতিক রিপোর্টার
সরকারি কাজে শ্রমিকের দৈনিক মজুরি বাড়ল ২০০ টাকা

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ কয়েকটি এলাকায় দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকদের মজুরি বাড়িয়েছে সরকার। এসব শ্রমিকের মজুরির হার ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়িয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়েছে, নতুন মজুরি হার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। একই সঙ্গে ওই দিন থেকে আগের মজুরি সংক্রান্ত জারি করা আদেশ বা পরিপত্রগুলো বাতিল বলে গণ্য হবে। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত নতুন পরিপত্র জারি করে। পরিপত্রের শিরোনাম ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ এর আওতায় শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ।’

বিজ্ঞাপন

পরিপত্র অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িকভাবে নিয়মিত দক্ষ ও অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরির হার হবে ৮০০ টাকা। বর্তমানে এ মজুরি নিয়মিত দক্ষ শ্রমিকের ৬০০ এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ৫৭৫ টাকা।

বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকার দৈনিক ৭৫০ টাকা। বর্তমানে এ হার নিয়মিত দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৬০০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ৫৫০ টাকা। এ ছাড়া জেলা ও উপজেলার দৈনিক ৭০০ টাকা। বর্তমানে এ মজুরির হার নিয়মিত দক্ষ শ্রমিকের ৫৫০ এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ৫০০ টাকা।

মজুরি হার পুনর্নির্ধারণের পাশাপাশি পরিপত্রে পাঁচটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ অনুযায়ী শ্রমিক নিয়োগ, মজুরি প্রদান ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিতসহ অন্যান্য নির্দেশনা অনুসরণ করার কথা বলা হয়েছে।

শ্রমিক নিয়োগ ও মজুরির ক্ষেত্রে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। নিয়োগ করা শ্রমিকের জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনসহ প্রাথমিক ব্যক্তিগত তথ্যাদি ও মজুরি নিয়োজিতকরণ কর্তৃপক্ষ বা অফিস প্রধান কর্তৃক ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন