আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণঅভ্যুত্থান দিবসে বাংলাদেশ ব্যাংকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‌্যালি

স্টাফ রিপোর্টার
গণঅভ্যুত্থান দিবসে বাংলাদেশ ব্যাংকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‌্যালি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং র‌্যালির আয়োজন করা হয়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে র‌্যালিটি ব্যাংক চত্বর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।

বিজ্ঞাপন

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোরদের সৃজনশীল অংশগ্রহণ এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ ইতিহাস। এই আন্দোলনে শহীদ, আহত ও নির্যাতিত তরুণদের স্মরণ করে তাঁদের অসীম সাহসিকতা, অধিকার আদায়ে সংকল্প ও ন্যায়ের প্রতি অবিচল প্রত্যয়ের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

ডেপুটি গভর্নর তাঁর বক্তব্যে বলেন, “যে আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তা যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথচলার পাথেয় ও শিক্ষার উৎস হয়।”

তিনি আরো উল্লেখ করেন, ভবিষ্যতের দেশ পরিচালনায় অন্যায় থেকে বিরত থাকার পূর্বে সেই ইতিহাস স্মরণ করাও অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মফিজুর রহমান, মো. বায়েজিদ সরকার; অতিরিক্ত পরিচালক মো. সিদ্দিকী শিপলু, এম মাহবুবুর রহমান, মো. আলী হোসেন; যুগ্ম পরিচালক মো. শামস্ তিবরীজ ভুঁইয়া, মো. মোশাররফ হোসেন, মো. ইলিয়াস হোসেন ও তৌহিদুর রশিদ সবুজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন