ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত থাকলে আবগারি শুল্ক দিতে হবে না

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৬: ০১

ব্যাংকে সঞ্চয় করা সাধারণ মানুষের জন্য সুখবর এসেছে নতুন বাজেটে। বর্তমানে ব্যাংকে বছরে একবার এক লাখ টাকার বেশি জমা হলেই ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে।

গতকাল সোমবার বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ব্যাংকে আমানতের পরিমাণ তিন লাখ টাকা হওয়া পর্যন্ত আবগারি শুল্কে ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন। অর্থাৎ আমানত তিন লাখ টাকা অতিক্রম করলেই শুধু আবগারি শুল্ক দিতে হবে।

বিজ্ঞাপন

অর্থ উপদেষ্টা বলেন, ‘জনসাধারণকে কিছুটা স্বস্তির লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে।’

তবে ব্যাংকে আমানতের ওপরই যে শুধু আবগারি শুল্ক কাটা হয়, তা না। আমানত, ঋণ বা অন্য যে কোনো ধরনের জমার ভিত্তিতে বছরে একবার আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কেটে সরকারি কোষাগারে জমা করে ব্যাংকগুলো।

বিদ্যমান নিয়মে- এক লাখ টাকার বেশি থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা কাটা হতো। আগামী অর্থবছর প্রথম ধাপ শুরু হবে তিন লাখ টাকা থেকে। বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা কাটা হয়। আর ১০ লাখ টাকার বেশি থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত তিন হাজার, ৫০ লাখ টাকার থেকে এক কোটি টাকা হলে পাঁচ হাজার, এক কোটির বেশি থেকে দুই কোটি টাকা পর্যন্ত ১০ হাজার টাকা কাটা হয়। আর দুই কোটির বেশি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ২০ হাজার টাকা এবং ৫ কোটি টাকার বেশি যে কোনো অঙ্কের ওপর ৫০ হাজার টাকা শুল্ক কাটা হয়। খাত সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে ছোট আমানতকারীরা ব্যাংকমুখী হবেন, যা আমানতের প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত