
অর্থনৈতিক রিপোর্টার

ব্যাংকে সঞ্চয় করা সাধারণ মানুষের জন্য সুখবর এসেছে নতুন বাজেটে। বর্তমানে ব্যাংকে বছরে একবার এক লাখ টাকার বেশি জমা হলেই ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে।
গতকাল সোমবার বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ব্যাংকে আমানতের পরিমাণ তিন লাখ টাকা হওয়া পর্যন্ত আবগারি শুল্কে ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন। অর্থাৎ আমানত তিন লাখ টাকা অতিক্রম করলেই শুধু আবগারি শুল্ক দিতে হবে।
অর্থ উপদেষ্টা বলেন, ‘জনসাধারণকে কিছুটা স্বস্তির লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে।’
তবে ব্যাংকে আমানতের ওপরই যে শুধু আবগারি শুল্ক কাটা হয়, তা না। আমানত, ঋণ বা অন্য যে কোনো ধরনের জমার ভিত্তিতে বছরে একবার আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কেটে সরকারি কোষাগারে জমা করে ব্যাংকগুলো।
বিদ্যমান নিয়মে- এক লাখ টাকার বেশি থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা কাটা হতো। আগামী অর্থবছর প্রথম ধাপ শুরু হবে তিন লাখ টাকা থেকে। বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা কাটা হয়। আর ১০ লাখ টাকার বেশি থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত তিন হাজার, ৫০ লাখ টাকার থেকে এক কোটি টাকা হলে পাঁচ হাজার, এক কোটির বেশি থেকে দুই কোটি টাকা পর্যন্ত ১০ হাজার টাকা কাটা হয়। আর দুই কোটির বেশি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ২০ হাজার টাকা এবং ৫ কোটি টাকার বেশি যে কোনো অঙ্কের ওপর ৫০ হাজার টাকা শুল্ক কাটা হয়। খাত সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে ছোট আমানতকারীরা ব্যাংকমুখী হবেন, যা আমানতের প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে।

ব্যাংকে সঞ্চয় করা সাধারণ মানুষের জন্য সুখবর এসেছে নতুন বাজেটে। বর্তমানে ব্যাংকে বছরে একবার এক লাখ টাকার বেশি জমা হলেই ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে।
গতকাল সোমবার বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ব্যাংকে আমানতের পরিমাণ তিন লাখ টাকা হওয়া পর্যন্ত আবগারি শুল্কে ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন। অর্থাৎ আমানত তিন লাখ টাকা অতিক্রম করলেই শুধু আবগারি শুল্ক দিতে হবে।
অর্থ উপদেষ্টা বলেন, ‘জনসাধারণকে কিছুটা স্বস্তির লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে।’
তবে ব্যাংকে আমানতের ওপরই যে শুধু আবগারি শুল্ক কাটা হয়, তা না। আমানত, ঋণ বা অন্য যে কোনো ধরনের জমার ভিত্তিতে বছরে একবার আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কেটে সরকারি কোষাগারে জমা করে ব্যাংকগুলো।
বিদ্যমান নিয়মে- এক লাখ টাকার বেশি থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা কাটা হতো। আগামী অর্থবছর প্রথম ধাপ শুরু হবে তিন লাখ টাকা থেকে। বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা কাটা হয়। আর ১০ লাখ টাকার বেশি থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত তিন হাজার, ৫০ লাখ টাকার থেকে এক কোটি টাকা হলে পাঁচ হাজার, এক কোটির বেশি থেকে দুই কোটি টাকা পর্যন্ত ১০ হাজার টাকা কাটা হয়। আর দুই কোটির বেশি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ২০ হাজার টাকা এবং ৫ কোটি টাকার বেশি যে কোনো অঙ্কের ওপর ৫০ হাজার টাকা শুল্ক কাটা হয়। খাত সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে ছোট আমানতকারীরা ব্যাংকমুখী হবেন, যা আমানতের প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে।

আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের দামে পতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) ভবিষ্যৎ সুদহার কমানো নিয়ে অনিশ্চয়তার কারণে ডলার শক্তিশালী হয়ে উঠেছে, যার প্রভাবে স্বর্ণের দর কমেছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টার দিকে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪,০০৫.৫৪ ডলার।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের ইউজার আইডি ব্যবহার করে একটি প্রতারকচক্র গ্রাহকের সঞ্চয়পত্রের অর্থ তুলে নিয়ে গেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে মতিঝিল থানায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। তাদের মধ্যে আরিফুর রহমানকে বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
১ দিন আগে
বাংলাদেশ ব্যাংকের ইউজার আইডি ব্যবহার করে একজন গ্রাহকের সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
১ দিন আগে
চলতি করবর্ষে (২০২৫-২৬) এ পর্যন্ত দশ লাখের বেশী ব্যক্তি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে