পরিচালকের দায়দায়িত্ব নিরূপণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৮: ২৭
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৮: ৩২

ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির দায়দায়িত্ব নিরূপণে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বোর্ড সভায় মতামত ও ভিন্নমত (নোট অব ডিসেন্ট) যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। বিস্তারিত আকারে বোর্ড মেমোতে সব উল্লেখ করতেও বলা হয়।

বিজ্ঞাপন

সোমবার (৪ আগস্ট) ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, পরিচালনা পর্ষদ ও কমিটির সভায় আলোচিত অ্যাজেন্ডা বা বিষয়ে কোনো পরিচালক দ্বিমত পোষণ করলে বা ব্যতিক্রমী মতামত প্রদান করলে, তা সভার কার্যবিবরণীতে বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করতে হবে। একইভাবে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষকের পক্ষ থেকে দেওয়া মতামত বা পর্যবেক্ষণও সভার কার্যবিবরণীতে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারিতে জারি করা বিআরপিডি সার্কুলার নং-০২-এ পর্ষদ সভা সংক্রান্ত নির্দেশনা থাকলেও বাস্তবে অনেক ব্যাংক তা অনুসরণ করছে না। অনেক সময় সভার আলোচনার মূল বিষয় বা পরিচালকদের মতামত যথাযথভাবে কার্যবিবরণীতে প্রতিফলিত হয় না, ফলে পরিচালনা পর্ষদের সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও অবদান বাধাগ্রস্ত হয়।

নতুন নির্দেশনায় আরো বলা হয়েছে, বোর্ডে আলোচনা ও মতামত লিপিবদ্ধ- সভায় উপস্থাপিত এজেন্ডার ওপর পরিচালকদের আলোচনা, মতামত, পর্যবেক্ষণ, সুপারিশ ও ডিসেন্ট নোট কার্যবিবরণীতে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

'বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ: ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের কোনো পর্যবেক্ষক উপস্থিত থাকলে, তার মতামতও সভার কার্যবিবরণীতে যুক্ত করতে হবে।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত