আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৫০ হাজার ২০০ মেট্রিক টন গম

আর্জেন্টিনা থেকে গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

স্টাফ রিপোর্টার

আর্জেন্টিনা থেকে গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম নিয়ে এমভি ইএলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানিকৃত ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম নিয়ে এমভি ইএলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩০ হাজার ১২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন