আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিসি সম্মেলন

অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আয় বাড়ানোর তাগিদ অর্থ উপদেষ্টার

বিশেষ প্রতিনিধি

অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আয় বাড়ানোর তাগিদ অর্থ উপদেষ্টার
ছবি: সংগৃহীত

দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আয় বাড়ানোর দিকে নজর দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। এটাকে আরও ভালো করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের প্রতি এ নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা বলেন, সরকারের যে কোনো কার্যক্রম মাঠপর্যায়ের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। তারা দক্ষ হলে বাস্তবায়ন সহজ হয়।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে যানবাহনের আরও সুবিধা, এসএমই লোন সহজলভ্য করা, গ্রামের ব্যবসায়ীদের ট্যাক্সের আওতায় আনার সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের সাথে সরকারের আরও বেশি যোগাযোগ বাড়ানো হবে। ইনকাম বাড়াতে হবে, স্থানীয় পর্যায়ে আরও বেশি বাড়াতে হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আয়ও বাড়াতে হবে। 

স্থানীয় কর্মসংস্থান, জোর করে রেট না বাড়িয়ে ট্যাক্সের আওতা বাড়ানোর চেষ্টা করতে বলা হয়েছে জেলা প্রশাসকদের। তারা নিজেরাই বলেছেন ট্যাক্স দিচ্ছেন না অনেকে। এনবিআর ব্যবস্থা নিচ্ছে, ড্রাইভ শুরু হয়েছে। তারা যেন সেবক হিসেবে জনগণের কাছে যায় তা বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন