আইএমএফের পূর্বাভাস
অর্থনৈতিক রিপোর্টার
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আরো কমিয়ে দিয়েছে।
আইএমএফ প্রকাশিত সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, এ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৯ শতাংশ। যা আগের অর্থবছরের ৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় সামান্য বৃদ্ধি।
যদিও এর আগে গত জুলাইয়ে আইএমএফ বাংলাদেশের প্রবৃদ্ধি ৫ দশমিক ৪ শতাংশ এবং গত এপ্রিলে ৬ দশমিক ৫ শতাংশ হারে হবে বলে পূর্বাভাস দিয়েছিল।
প্রবৃদ্ধির এই নতুন হিসাব বিশ্বব্যাংক (৪ দশমিক ৮ শতাংশ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (৫ শতাংশ) সাম্প্রতিক পূর্বাভাসের কাছাকাছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি কমে হয়েছিল ৩ দশমিক ৬৯ শতাংশ, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বনিম্ন।
অর্থনীতির ইতিবাচক দিক হলো, মূল্যস্ফীতি কমে আসার পূর্বাভাসও দিয়েছে আইএমএফ। সংস্থাটির মতে, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি কমে দাঁড়াতে পারে ৮ দশমিক ৭ শতাংশে, যা পরবর্তী অর্থবছরে আরো কমে ৫ দশমিক ৫ শতাংশে হতে পারে।
আইএমএফের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। ২০২৫ সালে বিশ্বব্যাপী জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সংস্থাটি সতর্ক করেছে, ভূরাজনৈতিক অস্থিরতা, বাণিজ্য উত্তেজনা এবং দেশীয় আর্থিক খাতের দুর্বলতা বাংলাদেশের প্রবৃদ্ধির প্রধান ঝুঁকি হিসেবে রয়ে গেছে।
এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে ৫ দশমিক ৫ শতাংশ, যা আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাসের তুলনায় কিছুটা বেশি।
বিশ্লেষকদের মতে, রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং ব্যাংক খাতের সংস্কার কার্যকরভাবে বাস্তবায়িত না হলে লক্ষ্য অর্জন কঠিন হবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আরো কমিয়ে দিয়েছে।
আইএমএফ প্রকাশিত সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, এ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৯ শতাংশ। যা আগের অর্থবছরের ৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় সামান্য বৃদ্ধি।
যদিও এর আগে গত জুলাইয়ে আইএমএফ বাংলাদেশের প্রবৃদ্ধি ৫ দশমিক ৪ শতাংশ এবং গত এপ্রিলে ৬ দশমিক ৫ শতাংশ হারে হবে বলে পূর্বাভাস দিয়েছিল।
প্রবৃদ্ধির এই নতুন হিসাব বিশ্বব্যাংক (৪ দশমিক ৮ শতাংশ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (৫ শতাংশ) সাম্প্রতিক পূর্বাভাসের কাছাকাছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি কমে হয়েছিল ৩ দশমিক ৬৯ শতাংশ, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বনিম্ন।
অর্থনীতির ইতিবাচক দিক হলো, মূল্যস্ফীতি কমে আসার পূর্বাভাসও দিয়েছে আইএমএফ। সংস্থাটির মতে, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি কমে দাঁড়াতে পারে ৮ দশমিক ৭ শতাংশে, যা পরবর্তী অর্থবছরে আরো কমে ৫ দশমিক ৫ শতাংশে হতে পারে।
আইএমএফের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। ২০২৫ সালে বিশ্বব্যাপী জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সংস্থাটি সতর্ক করেছে, ভূরাজনৈতিক অস্থিরতা, বাণিজ্য উত্তেজনা এবং দেশীয় আর্থিক খাতের দুর্বলতা বাংলাদেশের প্রবৃদ্ধির প্রধান ঝুঁকি হিসেবে রয়ে গেছে।
এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে ৫ দশমিক ৫ শতাংশ, যা আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাসের তুলনায় কিছুটা বেশি।
বিশ্লেষকদের মতে, রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং ব্যাংক খাতের সংস্কার কার্যকরভাবে বাস্তবায়িত না হলে লক্ষ্য অর্জন কঠিন হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামকেও অনুরূপ শাস্তি দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
১ দিন আগেব্যাংক সূত্রে জানা গেছে, অডিট টিমের তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনী শাস্তিমুলক ব্যবস্হার মুখোমুখি করা যায়।
১ দিন আগেবাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সরকারি ক্রয় বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চ-পদস্থ নীতি নির্ধারণী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছে।
২ দিন আগে