আইএমএফের পূর্বাভাস

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৯%

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৯: ৫৯

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আরো কমিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

আইএমএফ প্রকাশিত সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, এ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৯ শতাংশ। যা আগের অর্থবছরের ৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় সামান্য বৃদ্ধি।

যদিও এর আগে গত জুলাইয়ে আইএমএফ বাংলাদেশের প্রবৃদ্ধি ৫ দশমিক ৪ শতাংশ এবং গত এপ্রিলে ৬ দশমিক ৫ শতাংশ হারে হবে বলে পূর্বাভাস দিয়েছিল।

প্রবৃদ্ধির এই নতুন হিসাব বিশ্বব্যাংক (৪ দশমিক ৮ শতাংশ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (৫ শতাংশ) সাম্প্রতিক পূর্বাভাসের কাছাকাছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি কমে হয়েছিল ৩ দশমিক ৬৯ শতাংশ, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বনিম্ন।

অর্থনীতির ইতিবাচক দিক হলো, মূল্যস্ফীতি কমে আসার পূর্বাভাসও দিয়েছে আইএমএফ। সংস্থাটির মতে, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি কমে দাঁড়াতে পারে ৮ দশমিক ৭ শতাংশে, যা পরবর্তী অর্থবছরে আরো কমে ৫ দশমিক ৫ শতাংশে হতে পারে।

আইএমএফের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। ২০২৫ সালে বিশ্বব্যাপী জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সংস্থাটি সতর্ক করেছে, ভূরাজনৈতিক অস্থিরতা, বাণিজ্য উত্তেজনা এবং দেশীয় আর্থিক খাতের দুর্বলতা বাংলাদেশের প্রবৃদ্ধির প্রধান ঝুঁকি হিসেবে রয়ে গেছে।

এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে ৫ দশমিক ৫ শতাংশ, যা আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাসের তুলনায় কিছুটা বেশি।

বিশ্লেষকদের মতে, রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং ব্যাংক খাতের সংস্কার কার্যকরভাবে বাস্তবায়িত না হলে লক্ষ্য অর্জন কঠিন হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত