বিশ্ব বিনিয়োগ সপ্তাহের উদ্বোধন

আর্থিক জালিয়াতি প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চান অ্যাটর্নি জেনারেল

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২২: ০৩
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২২: ৫৪

দেশে আর্থিক জালিয়াতি প্রতিরোধ করতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এজন্য জালিয়াতি ও লুটের কয়েকগুণ অর্থ জরিমানা করতে হবে। একইসাথে জালিয়াতি ও লুটের অর্থ ফেরত আনতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে এবং প্রয়োজনে অন্যান্য রাষ্ট্রীয় সংস্থা তথা: দুদক, বিএফআইইউ ইত্যাদির সাথে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এসব কথা বলেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএসইসির কর্মকর্তা, ডিএসই, সিএসই ও দেশের শীর্ষ ব্রোকারেজ হাউসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোন বিনিয়োগকারী প্রতিষ্ঠান বা তাদের কোন প্রতিনিধি অংশ নেয়নি। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিশনার আলী আকবর।

International Organization of Securities Commissions (IOSCO) এর সদস্য দেশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) ২০১৭ সাল থেকে প্রতিবছর ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করে আসছে। ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ এর এবারের প্রধান প্রতিপাদ্য হলো ‘Technology and Digital Finance, Artificial Intelligence, and Fraud and Scam Prevention’ এর মধ্যে থেকে বিএসইসি Fraud & Scam Prevention থিমকে বেছে নিয়েছে। বিষয়টির উপর মূল বক্তব্য উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিসান হায়দার এবং পুঁজিবাজার বিশ্লেষক ইয়াওয়ার সাইদ। বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ আয়োজনে বিএসইসি’র নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেন বিএসইসি’র নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথ, ঢাকা স্টক এক্সচেঞ্জ এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এবং ব্যারিস্টার কারিশমা জাহান।

অনুষ্ঠানে বক্তরা বলেন, জালিয়াতি প্রতিরোধ কেবল একটি নিয়ন্ত্রকমূলক কাজ নয় - এটি একটি নৈতিক বাধ্যবাধকতা। বিএসইসি বিনিয়োগকারীদের শিক্ষিত এবং ক্ষমতায়নের লক্ষ্যে অনেক উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু কেবল শিক্ষাই যথেষ্ট নয়। আমাদের জবাবদিহিতার সংস্কৃতিও গড়ে তুলতে হবে। জালিয়াতি প্রতিরোধ একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি একটি যৌথ কর্তব্য।

এদিকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর DSE, CSE, DBA ও CDBL এর উদ্যোগে ‘Empowering Investors through Emerging Technology & Digital Finance’ শীর্ষক প্রোগ্রাম এবং আগামী ১২ অক্টোবর BICM এর উদ্যোগে ‘Financial Statement Analysis and Its Relevance in Machine Learning-based Stock Price Prediction’ শীর্ষক প্রোগ্রাম আয়োজিত হবে বলে জানা গেছে।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত