স্টাফ রিপোর্টার
গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি এবং বিনিয়োগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং জয়তুন বিজনেস সলিউশন্স একযোগে উঠান-বৈঠকের আয়োজন করেছে। সম্প্রতি মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার শতাধিক প্রান্তিক জনগোষ্ঠী এই বৈঠকে অংশগ্রহণ করেন। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিনিয়োগ শিক্ষা, পুঁজিবাজারে আর্থিক অন্তর্ভুক্তি এবং বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনা। এই উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিনিয়োগের সুযোগ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উঠান বৈঠকে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, জনাব সৈয়দ এম ওমর তৈয়ব এবং জয়তুন বিজনেস সল্যুশন-এর চেয়ারম্যান, জনাব আরফান আলী সহ, পিবিআইএল এবং জয়তুন-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, জনাব সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, "এই উঠান-বৈঠকের মূল লক্ষ্য বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি, বিনিয়োগ সচেতনতা তৈরি করা এবং পুঁজিবাজারে বিনিয়োগের সুবিধা সম্পর্কে জানানো। পিবিআইএল সবার জন্য একটি সুষ্ঠু এবং সুরক্ষিত বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সহজ এবং লাভজনক বিনিয়োগের সুযোগ তৈরি করছে, একই সাথে প্রান্তিক জনগোষ্ঠীকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির লক্ষ্যে একগুচ্ছ বিনিয়োগ পরিকল্পনা গ্রহন করেছে।
জয়তুন বিজনেস সল্যুশন-এর চেয়ারম্যান, জনাব আরফান আলী বলেন, জয়তুন বিজনেস সলিউশন্স সবসময় কাজ করে যাচ্ছে গ্রামীণ জনগণের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দিতে, আর প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট সেই যাত্রায় যুক্ত করছে নতুন মাত্রা।
বৈঠকে বক্তারা উল্লেখ করেন, পুঁজিবাজারে বিনিয়োগ কেবল মূলধন বৃদ্ধি নয়, এটি প্রজন্মের ভবিষ্যৎ গড়ার একটি পথ। অংশগ্রহণকারীদেরকে ছোট সঞ্চয় থেকে বিনিয়োগ শুরু করা, ঝুঁকি কমানো এবং পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে সন্তানদের শিক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ব্যাংক-ব্যবস্থাপনায় বিভিন্ন বিনিয়োগ পরিকল্পনা সহজ ভাষায় উপস্থাপন করে, যাতে গ্রামীণ জনগোষ্ঠীও সমানভাবে বিনিয়োগের সুযোগ গ্রহণ করতে পারে।
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ও জয়তুন বিজনেস সলিউশন্স সমন্বিতভাবে গ্রামাঞ্চলের জনগণের জন্য উন্নত বিনিয়োগের সুযোগ তৈরি করার জন্য বদ্ধপরিকর, যাতে শহর থেকে গ্রাম, সবার জন্য সঠিক বিনিয়োগের সুযোগ নিশ্চিত করা যায়।
গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি এবং বিনিয়োগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং জয়তুন বিজনেস সলিউশন্স একযোগে উঠান-বৈঠকের আয়োজন করেছে। সম্প্রতি মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার শতাধিক প্রান্তিক জনগোষ্ঠী এই বৈঠকে অংশগ্রহণ করেন। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিনিয়োগ শিক্ষা, পুঁজিবাজারে আর্থিক অন্তর্ভুক্তি এবং বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনা। এই উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিনিয়োগের সুযোগ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উঠান বৈঠকে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, জনাব সৈয়দ এম ওমর তৈয়ব এবং জয়তুন বিজনেস সল্যুশন-এর চেয়ারম্যান, জনাব আরফান আলী সহ, পিবিআইএল এবং জয়তুন-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, জনাব সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, "এই উঠান-বৈঠকের মূল লক্ষ্য বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি, বিনিয়োগ সচেতনতা তৈরি করা এবং পুঁজিবাজারে বিনিয়োগের সুবিধা সম্পর্কে জানানো। পিবিআইএল সবার জন্য একটি সুষ্ঠু এবং সুরক্ষিত বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সহজ এবং লাভজনক বিনিয়োগের সুযোগ তৈরি করছে, একই সাথে প্রান্তিক জনগোষ্ঠীকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির লক্ষ্যে একগুচ্ছ বিনিয়োগ পরিকল্পনা গ্রহন করেছে।
জয়তুন বিজনেস সল্যুশন-এর চেয়ারম্যান, জনাব আরফান আলী বলেন, জয়তুন বিজনেস সলিউশন্স সবসময় কাজ করে যাচ্ছে গ্রামীণ জনগণের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দিতে, আর প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট সেই যাত্রায় যুক্ত করছে নতুন মাত্রা।
বৈঠকে বক্তারা উল্লেখ করেন, পুঁজিবাজারে বিনিয়োগ কেবল মূলধন বৃদ্ধি নয়, এটি প্রজন্মের ভবিষ্যৎ গড়ার একটি পথ। অংশগ্রহণকারীদেরকে ছোট সঞ্চয় থেকে বিনিয়োগ শুরু করা, ঝুঁকি কমানো এবং পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে সন্তানদের শিক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ব্যাংক-ব্যবস্থাপনায় বিভিন্ন বিনিয়োগ পরিকল্পনা সহজ ভাষায় উপস্থাপন করে, যাতে গ্রামীণ জনগোষ্ঠীও সমানভাবে বিনিয়োগের সুযোগ গ্রহণ করতে পারে।
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ও জয়তুন বিজনেস সলিউশন্স সমন্বিতভাবে গ্রামাঞ্চলের জনগণের জন্য উন্নত বিনিয়োগের সুযোগ তৈরি করার জন্য বদ্ধপরিকর, যাতে শহর থেকে গ্রাম, সবার জন্য সঠিক বিনিয়োগের সুযোগ নিশ্চিত করা যায়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
১ ঘণ্টা আগেফের বড় ধরনের তারল্য সংকটে পড়েছে দেশের শেয়ারবাজার। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৩৫৫ কোটি টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৩ জুন ডিএসইতে সর্বনিম্ন ২৭৬ কোটি টাকা লেনদেন হয়েছিল।
২ ঘণ্টা আগেদাবা বিশ্বকাপে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী মনন রেজা নীড়ের বিশ্বজয়ের যাত্রার অংশীদার হতে পেরে গর্বিত বার্জার পেইন্টস বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
৪ ঘণ্টা আগে