আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশের নিরীক্ষা মান সিঙ্গাপুরের মতো করতে আগ্রহী এফআরসি

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশের নিরীক্ষা মান সিঙ্গাপুরের মতো করতে আগ্রহী এফআরসি

বাংলাদেশের নিরীক্ষা মান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ফিন্যান্সিয়াল রিপোটিং কাউন্সিল (এফআরসি)। এক্ষেত্রে নীরিক্ষা মান সিঙ্গাপুরের পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন এফআরসির চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূইয়া।

বুধবার সিঙ্গাপুরের নিরীক্ষক নিয়ন্ত্রক সংস্থা অ্যাকাউন্টিং অ্যান্ড করপোরেট রেগুলেটরি অথরিটির (ARCA) সঙ্গে রাজধানী সিঙ্গাপুর সিটিতে অবস্থিত সংস্থাটির নিজস্ব অফিসে এফআরসি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এফআরসি চেয়ারম্যান ছাড়াও ওই বৈঠকে স্ট্যান্ডার্ড সেটিং বিভাগের অনিক মল্লিক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিঙ্গাপুর থেকে এফআরসির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূইয়া আমার দেশকে জানান, সিঙ্গাপুরের অডিট রেগুলেটরির সঙ্গে আমাদের বৈঠকে দুই দেশ তাদের অডিট রেগুলেটরি বিষয়টি পরস্পরের নিকট উপস্থাপন করেছে।

এর ফলে আমাদের দেশের সঙ্গে সিঙ্গাপুরের অডিটিংয়ের গুণগত এবং মানের পার্থক্য আমরা উপলব্ধি করতে পেরেছি। দেশে ফিরে এসে এ বিষয়টি আমরা অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন আকারে পেশ করবো এবং বাংলাদেশের অডিটিং স্ট্যান্ডার্ড সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা থাকবে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো কোন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে বাংলাদেশের এফআরসি।

উল্লেখ্য, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫-এর ৩-এর উপধারা (১)-এ দেয়া ক্ষমতাবলে সরকার ‘ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল’বা এফআরসি গঠন করে। ২০১৬ সালে এই কাউন্সিলের যাত্রা শুরু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন