আগামী বছর থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট টেক্স রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
তিনি বলেন, এ বছর আমরা ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ব্যবসয়ীরা চাচ্ছেন তারা যেন কর্পোরেট টেক্স অনলাইনে দাখিল করতে। এটা কঠিন কোন কাজ নয়, আগামী বছর থেকে আমরা এটা চালু করবো। আমরা চাই ব্যবসায়ীরা যাতে কোন ধরনের পেইন ছাড়াই তাদের ব্যবসা পরিচালনা করতে পারে। আর এজন্য এনবিআর ডিজিটালাইজেশন বা অটোমেশনের উপর গুরুত্ব দিচ্ছে।
ইতোমধ্যে অটোমেশনের জন্য এনবিআরের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে এবং শিগগিরই তার কাজ শুরু হবে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে মিট দ্যা বিজনেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতি মাসের ২য় বুধবার মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে এনবিআর। সে উদ্যোগের প্রেক্ষিতে আজ প্রথমবারের মতো এটি অনুষ্ঠিত হচ্ছে। এতে এনবিআরের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

