আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এক বছর বাড়ল আমদানি মূল্য পরিশোধের সময়সীমা

অর্থনৈতিক রিপোর্টার
এক বছর বাড়ল আমদানি মূল্য পরিশোধের সময়সীমা

শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সারসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বার্সার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধের সীমা ১৮০ দিন থেকে ৩৬০ দিন করা হয়েছে। এই সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। আগের সার্কুলারে এই সময়সীমা ৩৬০ দিন করে দেওয়া হয়েছিল, যার মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। নতুন সার্কুলারে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার পর বৈদেশিক মুদ্রায় পরিশোধের সময় বাড়ানো যাবে না।

বিজ্ঞাপন

তবে রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না বলে সাকুলারে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন