ইকবাল পরিবার থেকে মুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২১: ৩৫

বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংকের বর্তমান বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে একজন শেয়ারধারী পরিচালক ও পাঁচজন স্বতন্ত্র পরিচালক রয়েছেন। ১৯৯৯ সাল থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়ে দেন। এরপর ব্যাংকটির চেয়ারম্যান হন তার ছেলে ইমরান ইকবাল।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক বোর্ড ভেঙে দেওয়ার মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক থেকে ইকবাল ও তার পরিবারের প্রভাব মুক্ত হলো।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতের জন্য জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড ভেঙে পুনর্গঠন করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করা হবে।

প্রিমিয়ার ব্যাংকে নতুন পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারধারী আরিফুর রহমান। আর পাঁচ স্বতন্ত্র পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং চার্টার্ড সেক্রেটারি এম নুরুল আলম। নুরুল আলমকে প্রাইম ইনস্যুরেন্সের স্বতন্ত্র পরিচালকের পদ থেকে পদত্যাগের শর্তে প্রিমিয়ার ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত