বিআরবি ক্যাবলকে নিয়ম বহির্ভূতভাবে প্রায় ১৮০ কোটি টাকা কর সুবিধা দেয়ায় রংপুর কর অঞ্চলের উপর কর কমিশনার সাজিদ খানকে এক ধাপ পদাবনতির মাধ্যমে লঘুদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার তার এ পদাবনতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
সাজিদ খান খুলনা কর অঞ্চলের সার্কেল–১ কোম্পানিজ এ দায়িত্ব পালনের সময় বি আরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০১৮–১৯ এবং ২০১৯–২০ করবর্ষে ১৫১ কোটি টাকা কর ক্রেডিট এবং প্রায় ২৯ কোটি টাকা কর প্রত্যর্পণ সুবিধা দেন। বিভাগীয় তদন্তে এ বিষয়টি প্রমাণিত হওয়ায় শৃঙ্খলা বিধিমালার ৪(২)(ঘ) ধারায় উপ কর কমিশনার সাজিদ খানকে বেতন গ্রেডের এক ধাপ অবনমিতকরণের ৪৫ হাজার ৩৩০ টাকা নির্ধারিত হয়েছে।
অভিযোগ অনুযায়ী, দুই করবর্ষে প্রতিষ্ঠানটির উৎসে কর্তিত কর যথাক্রমে ৬৫ কোটি ৪১ লাখ টাকা এবং ৮৫ কোটি ৬৬ লাখ টাকা— কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই করদাতাকে ক্রেডিট হিসেবে প্রদান করেন তিনি।
এছাড়া কোনো যাচাই-বাছাই ছাড়াই আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১৭৩ ধারায় আইটি–৩০ সংশোধনপূর্বক ২০১৮–১৯ করবর্ষে ৩ কোটি ৩৮ লাখ ১৯ হাজার টাকা এবং ২০১৯–২০ করবর্ষে ২৫ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকার কর প্রত্যর্পণ তৈরি করেন।
এই অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮’-এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়।
কৈফিয়ত দাখিলের পর গত ১৩ নভেম্বর ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ পর্যালোচনার পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

