কর্তৃপক্ষের সতর্কবার্তা উপেক্ষা করে প্রথম দিনের কর্মবিরতি শুরু করেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। এতে জেটিতে পণ্য খালাস স্বাভাবিক থাকলেও ডেলিভারিসহ বন্দরের ভেতরের কর্মকাণ্ডে নেমেছে স্থবিরতা।
তবে পূর্বনির্ধারিত বিক্ষোভ ও কালো পতাকা মিছিল বেলা সাড়ে ১১টা পর্যন্ত হয়নি। শ্রমিক-কর্মচারীরা নির্ধারিত সময়ে বন্দরে প্রবেশ করে হাজিরা খাতায় স্বাক্ষর করলেও কোনো কাজ শুরু করেননি।
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আধুনিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়াকে কেন্দ্র করে শনিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত অপারেশন বন্ধ ও রোববার প্রশাসনিক কাজ না করার কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বন্দর শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার ঘোষণা করা এই কর্মসূচিতে সমর্থন জানায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ।
এদিকে বন্দরে বিদেশি প্রতিষ্ঠান নিয়োগ আদালতের রায়ের ওপর ভিত্তি করে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে দাবি করে প্রতিষ্ঠানবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে প্রশাসনিক আইনগত কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে বন্দরের সব শ্রমিক-কর্মচারীকে সতর্ক করে শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তি উপেক্ষা করে শনিবার কর্মসূচি অব্যাহত রাখের শ্রমিক-কর্মচারীরা।
বন্দর সিবিএর সাবেক প্রচার সম্পাদক ও শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির জানান, শ্রমিক-কর্মচারীরা বন্দরকে ভালোবাসেন। আর এ কারণে অবরোধ কর্মসূচি থাকলেও নির্ধারিত সময়ে সবাই কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে দেশের স্বার্থে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়া থেকে বিরত রয়েছেন। বন্দরে যাতে জট না হয়, সে জন্য জেটিতে মাদার ভেসেল থেকে পণ্য খালাস অব্যাহত আছে।
কিন্তু ইয়ার্ড থেকে ডেলিভারিসহ অন্যান্য কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে। বেলা ৪টার পর ফের পুরোদমে কাজ শুরু হবে। তিনি জানান, আমরা আশা করব শ্রমিকদের এই শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সম্মান দেখিয়ে সরকার বিদেশি কোম্পানির হতে বন্দরকে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসবে। নইলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।
তবে এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুক জানান, সামগ্রিক বিষয় নিয়ে কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করছে, পরে আনুষ্ঠানিকভাবে বন্দরের অবস্থান জানানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

