সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী বান্দরবান জেলার লামা উপজেলায় ব্যাপক নির্বাচনি প্রচার চালাচ্ছেন। দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে গত তিন দিন ধরে একটানা পৌরসভা এলাকাসহ উপজেলার সরই, গজালিয়া, রূপসীপাড়া, লামা সদর, ফাঁসিয়াখালী, আজিজনগর ও ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনবহুল এলাকায় পথসভা, গণসংযোগ ও বাজার সভার মাধ্যমে এ প্রচার চালান তিনি।
শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার, বড়পাড়া, বনপুর বাজার, সাপেরঘাটা বাজার, হায়দারনাশী বাজার ও ফাইতং ইউনিয়নের বাজারপাড়ায় পথসভার মাধ্যমে ব্যাপক প্রচার জালান সাচিং প্রু জেরী।
পথসভার প্রচারণায় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, ধানের শীষ এখন জনগণের ভালোবাসা ও আস্থার প্রতীক। দুর্গম পাহাড়ি জনপদ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচনে জয়ী হলে ৩১ দফা বাস্তবায়ন ও অবহেলিত এখানকার মানুষের যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ সময় বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান সাচিং প্রু জেরী।
প্রচারণাকালে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মাবুদ, থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম, থানচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো, বান্দরবান জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহইয়াসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
লামা উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষা নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন মিলে মোট ৪২টি কেন্দ্রের মাধ্যমে উপজেলার ৮৮ হাজার ৮২৯ জন ভোটার একযোগে ভোট প্রদান করবেন। বৃহস্পতিবার পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
এদিকে লামা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং আফিসার মো. মঈন উদ্দিন জানান, নির্বাচনি প্রচারণা ও জনসভা‑সমাবেশে আইন মেনে চলা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আচরণবিধির সব শর্ত পালন নিশ্চিত করার জন্য প্রশাসন সব স্তরে নজরদারি করছে। প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করে সুষ্ঠু, ন্যায্য ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করবে বলেও তিনি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

