বাজুসের নতুন সভাপতি এনামুল হক খান দোলন

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৪: ২০

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক খান দোলন।

সোমবার রাজধানীতে বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই ফলাফল ঘোষণা করা হয়। এ সময় বাজুসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি নির্বাচিত হয়েছে। মূলত আইনি বাধ্যবাধকতায় বিগত কমিটির কোনো সদস্য নির্বাচনে অংশ নিতে পারেননি।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রেসিডেন্ট পদে ১ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ১ জন, ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন এবং পরিচালক পদে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

বাজুস নির্বাচন পরিচালনা পর্ষদের প্রেস ব্রিফিংয়ে বলা হয়, উল্লিখিত পদগুলোর প্রার্থীদের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সংগঠনের বিধিমালা ২০২৫-এর ২৪(১) ধারার আলোকে বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনের যোগ্য পদের সমান হওয়ায় মোট ৩৫ (পঁয়ত্রিশ) জন প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর মাধ্যমে বাজুসের আগামী দুই মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠিত হলো। নির্বাচিত কমিটি ২০২৫-২০২৭ মেয়াদে সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন।

আগামী ১৫ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত