আন্তর্জাতিক অ্যাকাউন্টিং মানবিষয়ক বেল্ট অ্যান্ড রোড ফোরামে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২০: ০৫

আন্তর্জাতিক অ্যাকাউন্টিং মান সংক্রান্ত সপ্তম ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা ফোরামে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। মঙ্গলবার চীনের রাজধানী সাংহাই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই ফোরামে বিশ্বের প্রায় ৫০টি দেশের প্রতিনিধি অংশ নেন।

বিজ্ঞাপন

এই ফোরামের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অ্যাকাউন্টিং ও টেকসই তথ্য প্রকাশ সংক্রান্ত জ্ঞান, অভিজ্ঞতা এবং নীতিগত বিষয়াদি বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি করা।

ফোরামে অংশগ্রহণের বিষয়ে এফআরসি চেয়ারম্যান আমার দেশকে নিশ্চিত করেন।

আলোচনায় অংশ নিয়ে এফআরসি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশ ইতোমধ্যে IASB প্রদত্ত IFRS মানগুলো গ্রহণ করেছে এবং বর্তমানে ISSB প্রদত্ত IFRS S1 ও S2 এর গ্রহণযোগ্যতা মূল্যায়ন করছে। বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ থাকলেও এফআরসি আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রাখতে বদ্ধপরিকর।

এফআরসি চেয়ারম্যান আরো বলেন, আন্তর্জাতিকভাবে অ্যাকাউন্টিং মান নির্ধারণ প্রক্রিয়া সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার দ্বারা প্রভাবিত। ফলে, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আঞ্চলিক অংশগ্রহণ এই মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা উচ্চমানের আর্থিক প্রতিবেদন, নির্ভরযোগ্য নিরীক্ষা এবং শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গঠনে সহায়ক হবে, যা বিনিয়োগকারীদের আস্থা ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সাজ্জাদ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত