
অর্থনৈতিক রিপোর্টার

আন্তর্জাতিক অ্যাকাউন্টিং মান সংক্রান্ত সপ্তম ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা ফোরামে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। মঙ্গলবার চীনের রাজধানী সাংহাই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই ফোরামে বিশ্বের প্রায় ৫০টি দেশের প্রতিনিধি অংশ নেন।
এই ফোরামের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অ্যাকাউন্টিং ও টেকসই তথ্য প্রকাশ সংক্রান্ত জ্ঞান, অভিজ্ঞতা এবং নীতিগত বিষয়াদি বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি করা।
ফোরামে অংশগ্রহণের বিষয়ে এফআরসি চেয়ারম্যান আমার দেশকে নিশ্চিত করেন।
আলোচনায় অংশ নিয়ে এফআরসি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশ ইতোমধ্যে IASB প্রদত্ত IFRS মানগুলো গ্রহণ করেছে এবং বর্তমানে ISSB প্রদত্ত IFRS S1 ও S2 এর গ্রহণযোগ্যতা মূল্যায়ন করছে। বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ থাকলেও এফআরসি আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রাখতে বদ্ধপরিকর।
এফআরসি চেয়ারম্যান আরো বলেন, আন্তর্জাতিকভাবে অ্যাকাউন্টিং মান নির্ধারণ প্রক্রিয়া সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার দ্বারা প্রভাবিত। ফলে, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আঞ্চলিক অংশগ্রহণ এই মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা উচ্চমানের আর্থিক প্রতিবেদন, নির্ভরযোগ্য নিরীক্ষা এবং শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গঠনে সহায়ক হবে, যা বিনিয়োগকারীদের আস্থা ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সাজ্জাদ।

আন্তর্জাতিক অ্যাকাউন্টিং মান সংক্রান্ত সপ্তম ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা ফোরামে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। মঙ্গলবার চীনের রাজধানী সাংহাই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই ফোরামে বিশ্বের প্রায় ৫০টি দেশের প্রতিনিধি অংশ নেন।
এই ফোরামের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অ্যাকাউন্টিং ও টেকসই তথ্য প্রকাশ সংক্রান্ত জ্ঞান, অভিজ্ঞতা এবং নীতিগত বিষয়াদি বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি করা।
ফোরামে অংশগ্রহণের বিষয়ে এফআরসি চেয়ারম্যান আমার দেশকে নিশ্চিত করেন।
আলোচনায় অংশ নিয়ে এফআরসি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশ ইতোমধ্যে IASB প্রদত্ত IFRS মানগুলো গ্রহণ করেছে এবং বর্তমানে ISSB প্রদত্ত IFRS S1 ও S2 এর গ্রহণযোগ্যতা মূল্যায়ন করছে। বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ থাকলেও এফআরসি আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রাখতে বদ্ধপরিকর।
এফআরসি চেয়ারম্যান আরো বলেন, আন্তর্জাতিকভাবে অ্যাকাউন্টিং মান নির্ধারণ প্রক্রিয়া সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার দ্বারা প্রভাবিত। ফলে, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আঞ্চলিক অংশগ্রহণ এই মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা উচ্চমানের আর্থিক প্রতিবেদন, নির্ভরযোগ্য নিরীক্ষা এবং শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গঠনে সহায়ক হবে, যা বিনিয়োগকারীদের আস্থা ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সাজ্জাদ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৮ বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রবাহ ভালো থাকায় রিজার্ভ শক্ত অবস্থানে রয়েছে।
৩ ঘণ্টা আগে
১৭টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করে গত ৪ বছরে বৈদেশিক বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন দেশে পাচারের ঘটনা ঘটেছে। এই অর্থ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, আহমেদ শায়ান ফজলুর রহমান ও আহমেদ শাহরিয়ার রহমানসহ মোট ২৮ জন।
৪ ঘণ্টা আগে
সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাংকের নাম হলো সম্মিলিতি ইসলামী ব্যাংক। কার্যক্রম শুরু করতে সম্মিলিত ইসলামী ব্যাংকে লাইসেন্সের জন্য প্রাথমিক সম্মতিপত্র (এলওআই বা লেটার অব ইনটেন্ট) দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত
৫ ঘণ্টা আগে
চলতি নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে ৭৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪৩ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ হাজার ১৯৮ কোটি ৮০ লাখ টাকা।
৬ ঘণ্টা আগে