আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছে এনআরবিসি

আমার দেশ অনলাইন

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছে এনআরবিসি

এনআরবিসি ব‍্যাংক এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং-২০২৫' এ সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ইন্দোনেশিয়ার ইনস্টিটিউট অফ সার্টিফাইড সাসটেইনেবিলিটি প্র‍্যাক্টিশনারস (আইসিএসপি) এর সহযোগিতায় ন‍্যাশনাল সেন্টার ফর কর্পোরেট রিপোর্টিং (এনসিসিআর) এই অ্যাওয়ার্ড প্রদান করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ তারিখে ব‍্যাংকের ব‍্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড: মো: তৌহিদুল আলম খান ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিএসপির এডভাইজরি বোর্ডের চেয়ারম‍্যান প্রফেসর ডঃ ইকো গেইনস সুকহারসনো-র কাছে থেকে অ্যাওয়ার্ড গ্রহন করেন।

উল্লেখ‍্য, টেকসই উন্নয়ন, সামাজিক ও পরিবেশবান্ধব অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি-দক্ষ প্রযুক্তি, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ স্থাপনা ও জলবায়ু এবং সহনশীল কৃষি উদ্যোগকে প্রাধান‍্য দিয়ে এনআরবিসি ব‍্যাংক গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ডের আলোকে প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন