বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা আইনজীবী সমিতি।
সোমবার বিকেলে ঢাকা আইনজীবী সমিতি ভবনে সানাউল্লাহ মিয়া অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজত করা হয়।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশের মানুষের কল্যাণে সর্বদা কাজ করেছেন বেগম খালেদ জিয়া। সর্বদা দেশবাসীকে আগলে রেখেছেন তিনি। জেল-জুলুম খেটেও কখনো আপোষ করেননি। তাই দেশের মানুষে কল্যাণে দ্রুত বেগম জিয়ার সুস্থতা কামনা করেন তারা।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখে, ঢাকা বারের সভাপতি এ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব নিহার হোসেন ফারুক প্রমুখ। এতে উপস্থিত ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির কর্মকর্তা-কর্মচারি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের নেতা-কর্মি সহ আইনজীবীরা।

