রাজধানীর ডেমরায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) মৃত্যু হয়েছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি। বুধবার ডেমরা শাপলা চত্বরের পাশে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনাটি ঘটে।
ডেমরা থানার উপ-পরিদর্শক এসআই কাকন মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে শাপলা চত্বরের পাশে একটি নির্মাণাধীন ভবনে চোর সন্দেহে কেয়ারটেকার, শ্রমিকসহ স্থানীয়দের মারপিটে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে দুপুর পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মৃত দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

