ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুুুরি কমিশন (ইউজিসির) কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় চাকরি প্রত্যাশীরা বলেন, আরবি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর পরীক্ষা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আগের দিন ইউজিসি নোটিশ জারির মাধ্যমে তা বন্ধ করে দেয়। কারণ হিসেবে আরবি বিশ্ববিদ্যালয় নিয়োগ বাণিজ্য হচ্ছে বলে বেনামি অভিযোগের কথা উল্লেখ করা হয়। যদিও আইনে বেনামের কোন অভিযোগপত্র গ্রহণ কিংবা তার আলোকে ব্যবস্থা নেয়ার কোন বিধান নেই। তারপরও ইউজিসি রাস্ট্রীয় সেই আইন অমান্য করে বেনামি অভিযোগ গ্রহণ করে এবং পরীক্ষা স্থগিত রাখার জন্য আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দেয়।
মানববন্ধনে উপস্থিত চাকরি প্রত্যাশীরা আরো বলেন, যেখানে নিয়োগ পরীক্ষা পর্যন্ত হয়নি সেখানে নিয়োগ বাণিজ্য কীভাবে সম্ভব? মূলত নির্দিষ্ট একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আরবি বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য এবং সুষ্ঠুভাবে যেন নিয়োগ না হয় সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর সঙ্গে ইউজিসির সদস্যেরও জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তারা নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার সহ তিন দফা দাবি পূরণ করা না করা হলে ইউজিসি ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
দাবির মধ্যে আরো রয়েছে-ইউজিসি থেকে ইসলাম বিদ্বেষী সদস্যকে অপসারণ এবং নাম ঠিকানাবিহীন অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি বাতিল করা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

