রাজধানীর মৌচাকে মসজিদে আগুন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৫৮
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২০

রাজধানীর মৌচাক এলাকায় একটি মসজিদে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

মঙ্গলবার সন্ধ্যায় মৌচাকের সিদ্ধেশ্বরীর স্কুলের পাশের ওই মসজিদটিতে আগুন লাগে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ৭টা ১২ মিনিটে সিদ্ধেশ্বরী স্কুলের পাশের মসজিদ আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত