রাজধানীর শাহজাহানপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৫: ৫৪
প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার শাজাহানপুর থানার উপ-পরিদর্শক এসআই মো. আফজাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বুধবার সকাল সোয়া ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে শাজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেট থেকে ২০০ গজ পশ্চিমে বিসমিল্লাহ হোটেলের সামনের রোড ডিভাইডার এর পাশে অজ্ঞাত ব্যক্তি কে অচেতন অবস্থায় পড়ে থাকে।

সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আর বলেন, প্রাথমিকভাবে জানা যায় মৃত ব্যক্তি ভবঘুরে পাগল প্রকৃতির বার্ধক্য ও অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হতে পারে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

জুলাই সনদে কখন স্বাক্ষর করবে এনসিপি, জানালেন নাহিদ

শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক শামসুদ্দিনের ইন্তেকাল

বোরকা নিয়ে কটূক্তি ঢাবি শিক্ষার্থীর, নিন্দা জানালো ছাত্রীসংস্থা

হাটহাজারীতে থানার ভেতর পুলিশের ওপর চড়াও সাবেক শিবির নেতা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত