বোরকা নিয়ে কটূক্তি ঢাবি শিক্ষার্থীর, নিন্দা জানালো ছাত্রীসংস্থা

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৮: ৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

বুধবার ছাত্রীসংস্থার ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “ঢাবির ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী প্রকাশ্যে বোরকা ও পর্দাশীল নারীদের অবমাননা করে ঘৃণ্য মন্তব্য করেছে। তিনি বোরকাকে ‘বস্তার মতো’ বলে তুলনা করেছেন এবং পর্দাশীল নারীদের ‘মুখ দেখানোর হেডম নাই’ বলে কটুক্তি করেছেন।”

বিজ্ঞাপন

amardesh_riyad

বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের মন্তব্য কেবল নারীর সম্মান ও স্বাধীনতার প্রতি অবজ্ঞা নয়, বরং মুসলিম নারীর ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের উপরও সরাসরি আঘাত। বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, ক্যাম্পাসে নারীর প্রতি বিদ্বেষমূলক ও ইসলামবিরোধী মন্তব্যের বিরুদ্ধে কঠোর নীতিমালা প্রণয়ন এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিয়াদ প্রথমে মন্তব্যটি অস্বীকার করেন।

পরে, মন্তব্যের স্ক্রিনশট দেখানো হলে তিনি বলেন, তার মন্তব্যের অন্য উদ্দেশ্য ছিল। এরপর বিস্তারিত জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরে তাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত