কলমিলতা বাজার ও ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ক্ষতিপূরণের দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৯: ১৪
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৯: ১৭

রাজধানীর বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটি ক্ষতিপূরণসহ ফেরতের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তির বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাববের সামনে তারা এ দাবি জানান।

এসময় ভুক্তভোগী আব্দুর রহিম বলেন, আমরা দুটি দাবিতে টানা দশ দিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু সরকার সমাধান করছে না। এতে পরিস্থিতি ঘোলাটে হলে এর দায় সরকারকেই নিতে হবে।

বিজ্ঞাপন

অবিলম্বে আমাদের দাবি না মানলে আগামী ২৩ আগস্ট জাতীয় প্রেসক্লাব থেকে কলমিলতা বাজার অভিমুখে যাত্রা ও ২৮ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এসময় তিনি আরও বলেন, বিগত সরকারের কাছে বারবার দাবি দুটির সমাধান চেয়েও সমাধান পাইনি। অতঃপর গত বছর হাসিনা সরকারের পতনের পর এ বিষয়ে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের আবেদনের করি।

এরইপ্রেক্ষিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, ভূমিমন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের আইজিপি বরাবরে যথাযথ ব্যবস্থা নিয়ে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন।

পরবর্তীতে ডিসেম্বর মাসে ভূমি মন্ত্রণালয় ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনও করেন। প্রজ্ঞাপনে আগামী ৩ মাসের মধ্যে রিপোর্ট দাখিল করার নির্দেশ দেন। অদৃশ্য কারণে ৭ মাস অতিবাহিত হলেও এর কোনো অগ্রগতি নেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো, প্রয়োজনে জীবন দেব, তবু রাজপথ থেকে পিছপা হব না।

এসময় তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে বলেন, মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত সমাধান পাচ্ছি না। অবিলম্বে আমাদের দাবি দুটি মেনে না নিলে বস্তিবাসীসহ সচেতন দেশবাসী জেগে উঠবে। কাজেই অতিদ্রুত আমাদের দাবি দুটি মেনে নিন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত