জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ করে আন্দোলনকারীদের ওপর জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

রোববার সকাল সোয়া ১১ টার দিকে এই অ্যাকশন শুরু হয়। প্রথমে কদম ফোয়ারা মোড়ের কাছে ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল মূল্যায়নের দাবিতে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেড নিক্ষেপ করে পুলিশ।

পরে প্রেসক্লাবের সামনে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে বঞ্চিত ১৭ তম শিক্ষক নিবন্ধনধারীদের ওপর লাঠিচার্জ করা হয়। এসময় সেখানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

