ভারতে চলমান জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপে স্থান নির্ধারণী শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারাল বাংলাদেশ। বাংলাদেশের এই স্মরণীয় জয়ের নায়ক আমিরুল ইসলাম। এ ম্যাচেও হ্যাটট্রিক করেছেন এই ডিফেন্ডার। আগামী ৮ ডিসেম্বর ১৭তম স্থান নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রিয়া। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে ১৩-০ গোলে হারায় বাংলাদেশ। এ ম্যাচে হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেন আমিরুল। এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও দুটি হ্যাটট্রিক উপহার দেন এই পেনাল্টি কর্নার স্পেশালিস্ট।
ভারতের মাদুরাইতে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার শুরুটা ছিল দারুণ। ১০ ও ২০ মিনিটে জোড়া গোলে এগিয়ে যায় কোরিয়া। দুটিই করেন লি মিনহিয়োক। প্রথমটি আক্রমণ, পরেরটি পেনাল্টি কর্নার থেকে। এরপরই দৃশ্যপট পাল্টে যায়। টানা তিন গোল করে বাংলাদেশ এগিয়ে যায়। হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম। ২১, ২৪ ও ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আসে তার গোলগুলো। ৫২ মিনিটে বাংলাদেশ স্কোর ৪-২ করে।
ওবায়দুল জয় আক্রমণ থেকে দলের হয়ে চতুর্থ গোল উপহার দেন। পরের মিনিটে কোরিয়া ব্যবধান কমিয়ে আনে। লি মিনহিয়োক পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। স্কোর দাঁড়ায় ৪-৩-এ। ৬০ মিনিটে রকিবুল হাসান দলের হয়ে ষষ্ঠ গোল পান। এতে ৫-৩ গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

