রাজউকের অভিযানে তিন ভবনের নির্মাণকাজ বন্ধ, জরিমানা ৬ লক্ষ টাকা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৮: ১২

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবন উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ( রাজউক) । ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে অভিযানে তিনটি ভবনকে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে গতকাল রোববার দুপুরে মিরপুর রূপনগর আবাসিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্মাণাধীন ৩টি ভবনের কাজ বন্ধ করা হয় এবং একই সাথে ভবনের নকশা-বহির্ভূত অংশ গুঁড়িয়ে দেওয়া হয় । এছাড়াও অন্য একটি ভবনে বাড়ির মালিক তালাবন্ধ করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ সময় আমার দেশকে বলেন , ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, ‘অবৈধভাবে একাধিক বহুতল ভবন নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে এবং কোনো অনুমোদন-পত্র দেখাতে পারেননি মালিকরা। তাই পর্যায়ক্রমে এসব ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হচ্ছে।’ আমরা নকশা বহির্ভূত কিছু অংশ অপসারণ করেছি এবং মালিকদের জরিমানা করেছি , নকশা বহির্ভূত যে বাকি অংশ রয়েছে তা সে নিজ দায়িত্বে অপসারণ করবে। দুইটি ভবনে সর্বমোট ৫ লক্ষ টাকা এখন পর্যন্ত আমরা জরিমানা করেছি। যেসব বিল্ডিং অনুমতি-বিহীন নকশায় স্থাপন করা হয় সেসব ভবন মালিককে আগেইই আমরা নোটিশ দিয়েছি।

এ বিষয়ে রাজউকের ইমারত পরিদর্শক- মো. আলমগির হোসেন বলেন, ভবন মালিকরা রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করেছে। অভিযান-কালে ভবন মালিকরা তাদের নির্মাণ অনুযায়ী যথোপযুক্ত রাজ‌উকের প্রমাণ দেখাতে পারেননি।এজন্য তিনটি ভবনের একটি ৩ লক্ষ, একটা ২লক্ষ এবং আরেকটা ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এ উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন রাজউকের পরিচালক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মহাখালি জোন-৩/১ অথরাইজড অফিসার- এফ আর আশিক আহমেদ , সহকারী অথরাইজড অফিসার- মো: মশিউর রহমান ,প্রধান ইমারত পরিদর্শক- নূরনবী ইমারত পরিদর্শক- মো. আলমগীর হোসেন এবং স্থানীয় থানা পুলিশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত