আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীর মোহাম্মদপুরে ডিএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে ডিএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

ডিএমপির ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- খুশি ওরফে খুকি (৩০) , অমিত (২৫) , সাগর (৩০) , ইসমাইল হোসেন মালেক (৪০) , মোহাম্মদ আলী (৩২) , আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮) , ফয়সাল (১৮) , রায়হান (২২) , ইমরান (২৬) , মামুন (২৫) , রাব্বি (২৫) , নাইম মোল্লা (২৩) ও মঞ্জিল শরীফ অপু (২৩)। এ সময় তাদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন