আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন’ বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আমার দেশ অনলাইন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন’ বাস্তবায়নের দাবিতে  শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: আমার দেশ

ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নতুন প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারিসহ চার দফা দাবিতে শিক্ষাভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার বেলা ১১টার দিকে থেকে শিক্ষাভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।  

বিজ্ঞাপন

এর আগে পূর্ব ঘোষিত পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা, সাত কলেজ কি চায়, অধ্যাদেশ অধ্যাদেশ, রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশসহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী জানায়, শিক্ষাভবনের সামনে অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। শিক্ষামন্ত্রণালয় থেকে দায়িত্বশীল পর্যায়ের কেউ এসে চার দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন, তাহলে আন্দোলন প্রত্যাহার করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন