বিড়াল ধরতে গিয়ে প্রাণ গেলো স্কুলশিক্ষার্থীর

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১১: ৫৮
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১২: ৫৪
ঢাকা মেডিকেল

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কেরানিপাড়া মোড় এলাকায় ১০ তলার ছাদে পোষা বিড়াল ধরতে গিয়ে নিচে পড়ে আদিব আদনান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। আদিব শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহত আদিব বগুড়ার শেরপুর উপজেলার আমিনুল ইসলামের ছেলে। যাত্রাবাড়ীর মাতুয়াইল কেরানিপাড়া মোড় এলাকার মিজানের বাড়িতে তার পরিবার ভাড়া থাকতো।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আটটার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই রেদোয়ান জানান, সন্ধ্যার দিকে আদিব পোষা বিড়াল ধরতে দশতলা বাসার ছাদে যায়। সেখান থেকে অসাবধানতা বসত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকরা জানান আদিব বেঁচে নেই। আদিব শামসুল হক স্কুলে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা যাত্রাবাড়ী থানায় গেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত