ডেমরায় কলেজছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই বখাটে কারাগারে

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১৪: ৫৯

রাজধানীর ডেমরায় ডিপ্লোমা প্রথম বর্ষের এক ছাত্রীকে দুই মাস আগে উত্ত্যক্ত করার অপরাধে দায়েরকৃত মামলায় দুই বখাটেকে শনিবার গ্রেপ্তার করা হয়। পরে রোববার আদালতে নেয়া হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

শনিবার রাতে সারুলিয়া বাজার এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে রোববার তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)। শনিবার সন্ধ্যায় ডেমরা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর ফেসবুকে শিক্ষার্থীকে ইভটিজিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে বলে জানায় পুলিশ।

ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ওই ছাত্রী গত ১৮ ফেব্রুয়ারি কলেজ থেকে বাসায় ফেরার পথে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবকের উত্ত্যক্তের শিকার হন। বিষয়টি তিনি তার স্বামীকে জানালেও পরে অভিযুক্তদের আর খুঁজে পাওয়া যায়নি। ৩০ এপ্রিল ফেসবুকে উত্ত্যক্তের ওই ভিডিও দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে শনাক্ত করা হয়। ভুক্তভোগীর স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডেমরা থানায় একটি মামলা করেন ওই ছাত্রী।

ডেমরায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান ওসি মাহমুদুর রহমান।

/এফ/

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত